পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

মহাকাশে 59 বছর, 'বিশেষ' দিনটি কেমন কাটল সুনীতার - Sunita Williams Birthday

Sunita Williams Turns 59: নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস 19 সেপ্টেম্বর মহাকাশে তাঁর 59 তম জন্মদিন উদযাপন করেছেন। পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) তাঁর জন্মদিন উদযাপন করেছেন। মহাকাশে এটি তাঁর দ্বিতীয় জন্মদিন।

Sunita Williams Turns 59
মহাকাশে 59 বছরে সুনীতা (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Sep 21, 2024, 1:57 PM IST

হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: দ্বিতীয়বার মহাকাশ সফরে গিয়ে সেখানেই আটকে গিয়েছেন ভারতীয় বংশোদভুত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ৷ 8 দিনের সফর যে 8 মাসের বেশি হবে তা অজানা ছিল ৷ তাই 59 বছরের জন্ম দিন স্পেস সেন্টারে কাটালেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ৷ চলতি মাসের 19 তারিখ ছিল মার্কিন মহাকাশচারীর জন্মদিন ৷ সেখানে পালন করলেন তাঁর দ্বিতীয় জন্মদিন ৷ মহাকাশে এটি তার দ্বিতীয় জন্মদিন উদযাপন ৷

মহাকাশে ব্য়ালট পৌঁছবে কে ? ভোট দিতে চান সুনীতা

59তম জন্মদিন উদযাপন: 19 সেপ্টেম্বর নাসার আর্ন্তজাতিক স্পেস স্টেশনে 59তম জন্মদিন উদযাপন করলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ৷ বিশেষ দিনটি তিনি বৈজ্ঞানিক গবেষণার কাজে উৎসর্গ করেছিলেন। সুনীতা উইলিয়ামস প্রথম মহিলা যিনি স্টারলাইনার মিশনে অংশগ্রহণ করেছেন ৷ ইতিহাস তৈরি করেছেন। এটি মহাকাশচারীর তৃতীয় মহাকাশ মিশন ৷ তিনি প্রথম 2006 সালে মহাকাশ অভিযানে গিয়েছিলেন ৷ এরপর 2012 সালে দ্বিতীয়বার মহাকাশ অভিযানে যান ৷ এরপর 2024 সালের 5 জুন বোয়িং স্টারলাইনারে আবারও মহাকাশ অভিযানে যান ৷

সুনীতারা মহাকাশে! পৃথিবীতে একাই ফিরে এলো স্টারলাইনার, রইল ভিডিয়ো

মহাকাশে 322 দিন: নাসার তরফে জানানো হয়েছে, "মহাকাশচারী সুনীতা ইতিমধ্যেই 322 দিন মহাকাশে কাটিয়েছেন।" তিনি দ্বিতীয় মহিলা মহাকাশচারী যিনি সব থেকে বেশি স্কাইওয়াক করেছেন । ভারতীয় সঙ্গীত সংস্থা সারেগামা কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির গাওয়া গান 'বার বার দিন ইয়ে আয়া' গানটি পরিবেশন করে সুনীতা উইলিয়ামসের উদ্দেশ্যে । একটি পোস্টে উল্লেখ করে, "চলো, ভারতবাসী, দেশের সবচেয়ে বড় আইকন এবং মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এক সঙ্গে ৷ #HappyBirthdaySunita গাই।' এই পোস্টটি শেয়ার করে একটি ভিডিয়োতে পরিচালক করণ জোহর, বিখ্যাত গায়ক সোনু নিগম, শান, নীতি মোহন এই মহাকাশচারীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মহাকাশ থেকে সুনীতাদের ফিরিয়ে আনবে বোয়িংয়ের নতুন ক্যাপসুল ? উত্তর মিলবে শনিতে

5 নভেম্বর ভোট: 5 নভেম্বর, 2024 সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ৷ ইতিমধ্যেই নির্বাচনে অংশ নিতে মহাকাশ থেকে ভোট দেওয়ার আশা প্রকাশ করেছিলেন ৷ সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী একটি ভিডিয়ো প্রেস কনফারেন্সে বলেছিলেন ৷ সেখানেই তিনি উল্লেখ করেছিলেন, "এইরকম ঘটনা ঘটতেই পারে মহাকাশে ৷ আর্ন্তজাতিক স্পেসস্টেশনে বাস করা খুব একটা কঠিন ছিল না ৷ কারণ তিনি এবং সঙ্গী বুচ উইলমোরে দু’জনেরই মহাকাশে থাকার পূর্ব অভুিজ্ঞতা রয়েছে ৷ মহাকাশে বাস করা আমার জন্য একটি আনন্দের জায়গা। আমি এই জায়গাটি ভালোবাসি।"

স্পেস স্টেশনে কেমন আছেন সুনীতা, মহাকাশ অভিযান কীভাবে প্রভাবিত করে মহাকাশচারীদের স্বাস্থ্য

প্রসঙ্গত, বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে উইলিয়ামস ও তাঁর সঙ্গে বুচ উইলমোরে সেখানে আটকে গিয়েছেন ৷ বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকা পড়েছেন। যাইহোক, 6 সেপ্টেম্বর, বোয়িং স্টারলাইনার নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। আগামী বছরের ফেব্রুয়ারিতে স্পেসএক্স ক্যাপসুলে পৃথিবীতে ফিরে আসবেন বলে এই দুই মহাকাশচারী, এমনটাই জানানো হয়েছে নাসার তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details