হায়দরাবাদ: Honda Elevate SUV-এর অ্যাপেক্স সংস্করণ 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চ করেছে Honda Cars India । এবার ক্রেতাদের জন্য বিশেষ এবং সীমিত সংস্করণের ভ্যারিয়েন্ট লঞ্চ করল । ফেব্রুয়ারির প্রথম দিনে, Honda City এর Apex Edition বাজারে আনল সংস্থাটি ৷ এই গাড়ির দাম 13.3 লক্ষ থেকে 15.62 লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম, শহর ভেদে ভিন্ন) রেখেছে Honda City ।
বাঁচবে পেট্রলের খরচ! সৌর শক্তিতে চলবে গাড়ি, বুকিং প্রাইস 5 হাজার
Honda City Apex Edition এর বৈশিষ্ট্য
Honda City ভারতের অন্যতম জনপ্রিয় সেডান । কয়েক দশক ধরে ভারতীয় বাজারে সেডান প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই মডেলটি । বর্তমানে কোম্পানি Honda City Apex Edition লঞ্চ করেছে । সিটির এপেক্স সংস্করণটি V এবং VX মডেল ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷ সিটির এপেক্স সংস্করণের জন্য আরও 25,000 টাকা অতিরিক্ত চার্জ করছে কোম্পানি ।
তবে লক্ষণীয় যে Honda City এপেক্স সংস্করণের বিক্রয় সীমিত রাখা হতে পারে ৷ অ্যাপেক্স সংস্করণটি ম্যানুয়াল এবং সিভিটি গিয়ারবক্স দু’টি বিকল্পে পাওয়া যাবে ৷ সমস্ত রঙের V এবং VX মডেল পাওয়া যাবে । হোন্ডা 'প্রিমিয়াম প্যাকেজ এনহ্যান্সমেন্ট'-সহ এই অ্যাপেক্স সংস্করণ চালু করেছে।