হায়দরাবাদ: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর তৎপরতায় উৎক্ষেপণ হল স্বল্প দূরত্বের সারফেস টু-এ য়ার মিসাইল উৎক্ষেপণ ৷ বৃহস্পতিবার বিকেলে ওড়িশার উপকূলের চাঁদিপুরে এই স্বল্প-পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল (এসআরএসএএম) সফলভাবে পরীক্ষা করেছে। এটি ডিআরডিও ও নৌসেনার যৌথ তৎপরতায় উৎক্ষেপণ করা হয়েছে ৷
- ওড়িশার চাঁদিপুরে সারফেস-টু-এয়ার মিসাইল (এসআরএসএএম) সফল উৎক্ষেপণ
- এটি 'ভার্টিকাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল' (VR-SRSAM)
- নীচুতে থাকা লক্ষ্যবস্তুকেও সফলভাবে নিশানা করে আঘাত হানতে পারে
এই ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা হয়েছে । এটি 'ভার্টিকাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল' (VR-SRSAM) ৷ এটি স্থলভাগ থেকেও উৎক্ষেপণ করা যাবে ৷ এই ক্ষেপনাস্ত্রটি খুব নীচু দিয়ে হামলা চালাতে সক্ষম হবে ৷ এটি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে হামলা চালাতে পারবে ৷ নিশানা যাতে ঠিক থাকে তার জন্য় মিসাইলটিতে একটি দেশিয় রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তি সিকার (RF Seeker) রয়েছে। এটি নীচুতে থাকা লক্ষ্যবস্তুকেও সফলভাবে নিশানা করে আঘাত হানতে পারে ৷