হায়দরাবাদ:তথ্যহাতাতে এবার নয়া ফাঁদ সাইবার প্রতাকরদের ৷ জানা গিয়েছে তেলঙ্গানায় সক্রিয় এক বিশেষ সাইবার প্রতারণা চক্র ৷ যারা পুরনো সেলফোনের পরিবর্তে দিচ্ছে নতুন বাসন ৷ আর আপনার মোবাইলে থাকা তথ্য তুলে দিচ্ছে সাইবার প্রতারকদের হাতে ৷ ইতিমধ্যেই তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে সাবধান করা হয়েছে নাগরিকদের ৷ পুরনো স্মার্টফোন ও মোবাইলের পরিবর্তে বাসন নেওয়ার আগে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা ৷ এই সমস্ত সেলফোনে থাকা তথ্য বিক্রি হয়ে যাচ্ছে সাইবার প্রতারকদের কাছে ৷
175 কোটি টাকার সাইবার কেলেঙ্কারি ! হায়দরাবাদ থেকে গ্রেফতার 2
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহার থেকে আসা বেশ কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন ৷ যারা মানুষজনকে সেলফোন পরিবর্তে নতুন রান্নার বাসনের টোপ দিচ্ছেন ৷ এইক্ষেত্রে বাড়ির মহিলাদের বেশি 'টার্গেট' করছেন তারা ৷ তাদের কাছে মোবাইলের পরিবর্তে বাসন নিলেই প্রতারকদের জালে পা দিচ্ছেন ৷ এই সমস্ত মোবাইল সংগ্রহ করে সেগুলি ঝাড়খণ্ডের সাইবার প্রতারণা চক্রের কাছে সরবরাহ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের কাছ থেকে 4 হাজার পুরনো মোবাইল বাজেয়াপ্ত করেছে ৷ ধৃতদের জিজ্ঞাসবাদ চলছে ৷