হায়দরাবাদ:প্রখ্যাতস্পোর্টস বাইক প্রস্তুতকারী সংস্থা Kawasaki ভারতীয় বাজারে আনল নতুন স্পোর্টস বাইক Kawasaki Ninja 1100SX ৷ দাম শুরু হচ্ছে 13.49 লক্ষ টাকা (এক্স-শোরুম, ভারত) থেকে। তবে এটির শুধুমাত্র স্ট্যান্ডার্ড সংস্করণে চালু হয়েছে ।
Kawasaki Ninja 1100SX-এর ইঞ্জিন
Ninja 1100SX-এ রয়েছে 1,099cc, লিকুইড-কুলড, ইনলাইন-ফোর মিল ইঞ্জিন ৷ যা 9,000rpm-এ 135bhp শক্তি এবং 7,600rpm-এ 113Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম ৷ Ninja 1000SX-এর তুলনায়, এর ইঞ্জিন 2Nm টর্ক বেশি উৎপন্ন করতে পারে । এছাড়াও, Kawasaki নতুন Ninja 1100SX স্পোর্টস ট্যুরের জন্য একেবারে অনবদ্য ৷
Kawasaki Ninja 1100SX এর বৈশিষ্ট্য
নতুন Kawasaki Ninja 1100SX-তে যোগ হয়েছে বিশেষ বৈশিষ্ট্য ৷ নতুন ফিচারে হাইওয়েতে বাইক চালানোর সময় ইঞ্জিনের RPM কমে যাবে ৷ ফলে মাইলেজও বেশি হবে । Ninja 1100SX-এর চ্যাসিস Ninja 1000SX মডেলের থেকে আলাদা ৷ নতুন Ninja 1100SX মডেলে পিছনের ডিস্ক ব্রেক প্রায় 10 মিলিমিটার বড়। এছাড়াও, ইলেকট্রনিক্স স্যুটটিও একই রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে পাওয়ার মোড, রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল, দ্বিমুখী কুইক-শিফটার এবং ক্রুজ কন্ট্রোল।
ভ্রমণের জন্য পারফেক্ট
Kawasaki Ninja 1000SX ভারতে অত্যন্ত জনপ্রিয় মডেল ৷ এটি পারফরম্যান্সের পাশাপাশি ব্যবহারকারীর সুবিধার উপর বিশেষ নজর দিয়েছে ৷ যাঁরা বাইকে করে ঘুরে ঘুরতে ভালোবাসেন তাঁদের প্রথম পছন্দের বাইক হতে পারে এটি ৷ আপাতত ভারতে স্ট্যান্ডার্ড সংস্করণ চালু করেছে এই বাইকের ।