পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নিউ ইয়ার উপহার! জাপানি সংস্থার নতুন স্পোর্টস বাইক - 2025 KAWASAKI NINJA 1100SX PRICE

বছর শুরুর আগেই বাজারে এল নতুন Kawasaki Ninja 1100SX স্পোর্টস বাইক। স্পোর্সটবাইক প্রস্তুতকারী সংস্থা Kawasaki ভারতের বাজারে এটি এনেছে ৷

Kawasaki Ninja 1100SX
Kawasaki Ninja 1100SX (ছবি Kawasaki India)

By ETV Bharat Tech Team

Published : 10 hours ago

হায়দরাবাদ:প্রখ্যাতস্পোর্টস বাইক প্রস্তুতকারী সংস্থা Kawasaki ভারতীয় বাজারে আনল নতুন স্পোর্টস বাইক Kawasaki Ninja 1100SX ৷ দাম শুরু হচ্ছে 13.49 লক্ষ টাকা (এক্স-শোরুম, ভারত) থেকে। তবে এটির শুধুমাত্র স্ট্যান্ডার্ড সংস্করণে চালু হয়েছে ।

Kawasaki Ninja 1100SX-এর ইঞ্জিন
Ninja 1100SX-এ রয়েছে 1,099cc, লিকুইড-কুলড, ইনলাইন-ফোর মিল ইঞ্জিন ৷ যা 9,000rpm-এ 135bhp শক্তি এবং 7,600rpm-এ 113Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম ৷ Ninja 1000SX-এর তুলনায়, এর ইঞ্জিন 2Nm টর্ক বেশি উৎপন্ন করতে পারে । এছাড়াও, Kawasaki নতুন Ninja 1100SX স্পোর্টস ট্যুরের জন্য একেবারে অনবদ্য ৷

ফিরে দেখা 2024, এই বছরে বাজারে এসেছে যে 10টি SUV

Kawasaki Ninja 1100SX এর বৈশিষ্ট্য

নতুন Kawasaki Ninja 1100SX-তে যোগ হয়েছে বিশেষ বৈশিষ্ট্য ৷ নতুন ফিচারে হাইওয়েতে বাইক চালানোর সময় ইঞ্জিনের RPM কমে যাবে ৷ ফলে মাইলেজও বেশি হবে । Ninja 1100SX-এর চ্যাসিস Ninja 1000SX মডেলের থেকে আলাদা ৷ নতুন Ninja 1100SX মডেলে পিছনের ডিস্ক ব্রেক প্রায় 10 মিলিমিটার বড়। এছাড়াও, ইলেকট্রনিক্স স্যুটটিও একই রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে পাওয়ার মোড, রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল, দ্বিমুখী কুইক-শিফটার এবং ক্রুজ কন্ট্রোল।

2025 Kawasaki Ninja 1100SX একটি রঙে পাওয়া যাচ্ছে (ছবি Kawasaki India)

ভ্রমণের জন্য পারফেক্ট

Kawasaki Ninja 1000SX ভারতে অত্যন্ত জনপ্রিয় মডেল ৷ এটি পারফরম্যান্সের পাশাপাশি ব্যবহারকারীর সুবিধার উপর বিশেষ নজর দিয়েছে ৷ যাঁরা বাইকে করে ঘুরে ঘুরতে ভালোবাসেন তাঁদের প্রথম পছন্দের বাইক হতে পারে এটি ৷ আপাতত ভারতে স্ট্যান্ডার্ড সংস্করণ চালু করেছে এই বাইকের ।

2025 Kawasaki Ninja 1100SX: নতুন কি?

2025 Kawasaki Ninja 1100SX-এ রয়েছে অপ্টিমাইজড গিয়ার ৷ জ্বালানি সাশ্রয়কারী ৷ সুপারবাইকের দ্বি-মুখী দ্রুত শিফটারগুলিকে ধীর গতির জন্য গিয়ার পরিবর্তন হয় সহজে ৷ এছড়াও, নতুন Ninja 1100SX-এ স্মার্টফোন সংযোগ এবং ভয়েস কমান্ড-সহ হ্যান্ডেলবারে মাউন্ট করা একটি নতুন USB Type-C আউটলেট দেওয়া হয়েছে ।

2025 কাওয়াসাকি নিনজা 1100SX: মূল্য, বুকিং এবং ডেলিভারি

2025 Kawasaki Ninja 1100SX-এর দাম 13.49 লক্ষ টাকা (এক্স-শোরুম, ভারত)। নতুন Ninja 1100SX কিনতে আগ্রহী গ্রাহকরা অনুমোদিত Kawasaki ডিলারশিপ থেকে 50,000 টাকার টোকেন অ্যামাউন্টের বিনিময়ে গাড়িটি বুক করতে পারেন । 2025 সালের জানুয়ারি মাস থেকে এই বাইকের পুরোপুরি বুকিং শুরু হয়ে যাবে ।

2025 কাওয়াসাকি নিনজা 1100SX: প্রতিদ্বন্দ্বী

2025 Kawasaki Ninja 1100SX-এর ভারতে কোনও সরাসরি প্রতিদ্বন্দ্বী নেই ৷ আর এক বিদেশি স্পোর্টস বাইক প্রস্তুতকারক সংস্থা ট্রায়াম্ফ টাইগার 900 GT-এর সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারবে এটি ৷

ভারতে প্রথম লঞ্চ করবে Honda Elevate BEV

ABOUT THE AUTHOR

...view details