টিটাগড়, 7 জুন: ভিড়ের চাপে ভিতরে ঢুকতে পারেননি ৷ তাই বাধ্য হয়ে ট্রেনের রেলিং ধরে ঝুলছিলেন ৷ এভাবে ঝুলতে ঝুলতে যাওয়ার সময় মাঝপথে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের ৷ শুক্রবার টিটাগড় ও খড়দা স্টেশনের মাঝে এমনই ঘটনা ঘটেছে ৷ মৃতের নাম মহম্মদ আলি হাসান আনসারি (29) ৷ সূত্র মারফত জানা গিয়েছে, তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান । তার ফলেই যুবকের মৃত্যু হয়েছে ৷ এদিকে টিটাগড় জিআরপি এবং পূর্বরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও তদন্ত চলছে ৷ তাই এই মুহূর্তে তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাচ্ছে না ।
শুক্রবার সকাল 9টা নাগাদ এই ঘটনা ঘটে । মৃত ব্যক্তি টিটাগড়ের পুরানিবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । তিনি এদিন টিটাগড় থেকে ট্রেনে উঠেছিলেন । ভিড়ের চাপে ট্রেনের ভিতরে ঢুকতে না পেরে বাইরেই রেলিং ধরে ঝুলছিলেন । তখনই আচমকা পড়ে যান । এরপর তাঁকে এই কামরায় থাকা কয়েকজন সহযাত্রী মিলে তালপুকুরের বিএনবসু হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।