পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রচণ্ড ভিড়ে ঝোলাঝুলি, ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের; মানতে নারাজ রেল - Youth Fall from Train - YOUTH FALL FROM TRAIN

Youth Dies in Train Accident: বাদুড়ঝোলা ভিড় ৷ তার জেরে ভিতরে ঢুকতে না পেরে ট্রেনের রেলিং ধরে ঝুলতে ঝুলতে যাওয়ার পথে ঘটল অঘটন ৷ প্রাণ হারালেন তরতাজা যুবক ৷

Youth Dies Falling from train
ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 4:41 PM IST

টিটাগড়, 7 জুন: ভিড়ের চাপে ভিতরে ঢুকতে পারেননি ৷ তাই বাধ্য হয়ে ট্রেনের রেলিং ধরে ঝুলছিলেন ৷ এভাবে ঝুলতে ঝুলতে যাওয়ার সময় মাঝপথে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের ৷ শুক্রবার টিটাগড় ও খড়দা স্টেশনের মাঝে এমনই ঘটনা ঘটেছে ৷ মৃতের নাম মহম্মদ আলি হাসান আনসারি (29) ৷ সূত্র মারফত জানা গিয়েছে, তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান । তার ফলেই যুবকের মৃত্যু হয়েছে ৷ এদিকে টিটাগড় জিআরপি এবং পূর্বরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও তদন্ত চলছে ৷ তাই এই মুহূর্তে তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাচ্ছে না ।

শুক্রবার সকাল 9টা নাগাদ এই ঘটনা ঘটে । মৃত ব্যক্তি টিটাগড়ের পুরানিবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । তিনি এদিন টিটাগড় থেকে ট্রেনে উঠেছিলেন । ভিড়ের চাপে ট্রেনের ভিতরে ঢুকতে না পেরে বাইরেই রেলিং ধরে ঝুলছিলেন । তখনই আচমকা পড়ে যান । এরপর তাঁকে এই কামরায় থাকা কয়েকজন সহযাত্রী মিলে তালপুকুরের বিএনবসু হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

এই বিষয় নিয়ে টিটাগড় জিআরপির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, টিটাগড় স্টেশন মাস্টার তাদের এই ঘটনা জানায় । তবে সেই সময় কর্মরত স্টেশন মাস্টার ওই যুবকের মৃত্যুর কারণ হিসেবে কিছু জানাননি । বর্তমানে টিটাগড় জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে তদন্ত করছেন ।

অন্যদিকে, বিষয়টি নিয়ে পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, আজ সকাল ন'টার ঘটনা । তবে এই মৃত্যুর ঘটনাকে ট্রেনের ভিড়ের সঙ্গে এখনই যুক্ত করা হচ্ছে না । ঘটনাস্থলে রেলের আধিকারিকরা তদন্ত করছেন । তদন্ত শেষ হলে বলা যাবে ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ ।

অফিস টাইমে বাতিল বহু ট্রেন, শিয়ালদা প্ল্যাটফর্ম বন্ধের জেরে দুর্ভোগে যাত্রীরা

ABOUT THE AUTHOR

...view details