পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বস্তিকা-সোহিনীদের ধর্না মঞ্চে মদ্যপ যুবকের তাণ্ডব ! গ্রেফতার অভিযুক্ত - RG Kar Doctor Rape and Murder

Protests in Kolkata demand justice for doctor's rape and murder: রবিবার ধর্মতলায় আরজি কর ঘটনার প্রতিবাদে ধরনায় বসে নাগরিক সমাজ ৷ সেখানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্ছিত্র জগতের অভিনেতারা ৷ অভিযোগ, সেখানে ঢুকে গিয়ে অশালীন আচরণ করেন মদ্যপ এক যুবক ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷

Drunk Man arrested in Tollygunge
ধরনায় নাগরিক মঞ্চ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 7:21 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রবিবার চলচ্চিত্র জগতের ধর্না মঞ্চে মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ৷ গ্রেফতার এক যুবক ৷ লালবাজার সূত্রে খবর, ধৃত যুবক টালিগঞ্জের বাসিন্দা ৷ নাম তাপস পাল ৷

নাগরিক মঞ্চের ধরনায় মদ্যপ যুবকের দৌরাত্ম্য (ইটিভি ভারত)

এদিন, আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় ধর্না মঞ্চে বসে নাগরিক সমাজ ৷ সেখানে উপস্থিত ছিলেন রুপোলি পর্দার চেনা পরিচিত মুখ । অভিযোগ, রাতে তাঁদের ধরনা চলার সময় আচমকাই সেখানে ঢুকে পড়েন এক মত্ত যুবক ৷ মহিলাদের দিকে অশালীন আরচণ করে বলে অভিযোগ ৷ মিনিটখানেক ধরে চলে দৌরাত্ম্য ৷ ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে তাঁকে একটি পুলিশ কিয়স্কে নিয়ে গিয়ে বসানো হয় । তারপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ সোমবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে ৷ এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা পৌঁছে যান ৷ ওই ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয় । তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে ।"

এদিন টলিউডের কলাকুশলীরা কলেজ স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলায় আসেন । পরে সেখানেই সারারাত তাঁরা ধরনায় বসেন । তাঁদের কর্মসূচি ভোর 4টে পর্যন্ত চলে । রাত জাগার ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার ও বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রীরা । সেই স্থানে কীভাবে পুলিশের নজর এড়িয়ে ওই মত্ত যুবক ঢুকে পড়লেন ? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ৷

দিনকয়েক আগে উত্তর কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাতে বিটি রোডে আরজি করের ঘটনার প্রতিবাদ দেখাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় বাইক নিয়ে মদ্যপ অবস্থায় পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারেন এক সিভিক ভলান্টিয়ার । সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরালও হয় ৷ পরে পুলিশ আসলে সেই সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান । এই ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ বিটি রোড অবরুদ্ধ করে দেন ছাত্রছাত্রীরা । অবশেষে কাশিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় ৷ এরপরই রাস্তা অবরোধ কর্মসূচি তোলেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details