কলকাতা, 4 জুলাই: কলেরা মহামারীর আতঙ্ক ফিরল কলকাতায়! বাগুইআটির জ্যাংড়ায় বছর পঁয়ত্রিশের যুবক প্রবীর সেনের কলেরা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী ৷ শুধু তিনি নন, তাঁর মা-ও একই উপসর্গে আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ এরপরেই স্থানীয় জনপ্রতিনিধির নির্দেশে মা সরস্বতী সেনকেও ভর্তি করা হয় বেলেঘাটা আইডি'তে। বিকেলে হাসপাতালের তরফে জানানো হয়েছে, তিনিও কলেরা আক্রান্ত ৷
কলকাতায় কলেরা আতঙ্ক ! বেলেঘাটা আইডি'তে ভর্তি মা ও ছেলে - CHOLERA IN KOLKATA
Cholera Patients Admitted to The Hospital in Baguiati: বাগুইআটিতে কলেরা আতঙ্ক ৷ মাছিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যুবক ৷ ছোঁয়াচে রোগে আক্রান্ত যুবকের মা-ও ৷ মারণ রোগের ভয়ে কাঁটা আবাসনের বাসিন্দারা ৷
Published : Jul 4, 2024, 3:46 PM IST
|Updated : Jul 4, 2024, 4:05 PM IST
জানা গিয়েছে, বিধাননগর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক। গত রবিবার বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। সেখানেই রোগীর স্বাস্থ্য পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। অর্থাৎ, কলেরা আক্রান্ত হয়েছেন তিনি। এরপরই চিকিৎসকদের বিশেষ টিম গঠন করা হয় ৷ বাগুইআটির মতো জায়গায় ছোঁয়াচে রোগ কলেরায় যুবক কীভাবে আক্রান্ত হলেন, তা নিয়ে চিন্তায় প্রশাসন ৷
স্বাস্থ্য দফতর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিশেষ প্রতিনিধিদল দল ইতিমধ্যেই ওই আবাসনে গিয়ে ব্যবহার করা জলের নমুনা সংগ্রহ করেছে। সূত্রের খবর, দিন দশেক আগে আক্রান্ত যুবকের আবাসনের আরও এক বাসিন্দারও একই উপসর্গ দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন আবাসনের অন্যান্য বাসিন্দারা। পাশাপাশি চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতর তথা স্থানীয় প্রশাসনের কপালেও। ওই এলাকায় আর কেউ এ ধরনের উপসর্গে আক্রান্ত কি না, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷