বোলপুর, 15 মে: শান্তিনিকেতনে বল্লভপুর জঙ্গলে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ বুধবার ভোরে মুখ্যমন্ত্রীর স্বাদের সরকারি আবাসন রাঙাবিতান থেকে কয়েক মিটার দূরে জঙ্গল থেকে দেহটি পাওয়া গিয়েছে ৷ জানা গিয়েছে, স্থানীয় স্বামী পুরুষানন্দের আশ্রম থেকে হঠাৎই উধাও হয়ে যান দেবাঙ্গী ভট্টাচার্য নামে এক যুবতী ৷ খোঁজাখুজি করতে আশ্রমের পিছনে একটি গাছ থেকে গামছায় ফাঁস লাগা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় ৷
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দেবাঙ্গী ভট্টাচার্য বাঁকুড়ার বাসিন্দা, বয়স 28 বছর ৷ তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না ৷ বছরে প্রায়শই শান্তিনিকেতনের আমারকুটির ও সোনাঝুরি সংলগ্ন জঙ্গলের মাঝে স্বামী পুরুষানন্দের আশ্রমে আসতেন ৷ বাবা কৃষ্ণ ভট্টাচার্যের সঙ্গে দেবাঙ্গী এই আশ্রমে এসে থাকতেন ৷ এবারেও প্রায় 15 দিন হয়ে গিয়েছিল, ওই আশ্রমে এসেছিলেন দেবাঙ্গী এবং তাঁর বাবা ৷
আশ্রমের মালিক স্বামী পুরুষানন্দ জানিয়েছেন, ভোর প্রায় 4টে পর্যন্ত আশ্রমের এক আবাসিক মহিলার সঙ্গে গল্প করছিলেন দেবাঙ্গী ৷ ওই মহিলার সঙ্গে রাতে থাকতেন তিনি ৷ কিন্তু, ভোর পাঁচটা নাগাদ ওই মহিলা দেখেন দেবাঙ্গী ঘরে নেই ৷ তিনি চারদিকে খোঁজাখুজি করেন ৷ কিন্তু, দেবাঙ্গীর খোঁজ না পেয়ে স্বামী পরুষানন্দ এবং কৃষ্ণ ভট্টাচার্যকে বিষয়টি জানান ৷ তাঁরা খোঁজাখুজি করতে আশ্রমের পিছনে জঙ্গলে একটি গাছের সঙ্গে দেবাঙ্গীর ঝুলন্ত দেহ দেখতে পান ৷