সান্দাকফু, 29 মে: বন্ধুদের সঙ্গে সান্দাকফু ঘুরতে এসে অস্বাভাবিক মৃত্যু হল যুবকের ৷ মৃতের নাম তন্ময় কুণ্ডু (29) ৷ তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা ৷ পেশায় ব্যবসায়ী ছিলেন ৷ তাঁর পরিবার মঙ্গলবার সন্ধ্যায় দেহ নিতে দার্জিলিংয়ে পৌঁছেছে । অন্যদিকে ফালুটে দুই যুবকের দেহ উদ্ধার হয়েছে ৷ তাঁরা সিকিমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ নেপাল বোর্ডারের মাধ্যমে সিকিম দিয়ে ফালুটে প্রবেশ করেছিলেন ওই যুবকেরা ৷ তাঁদের দেহগুলি বিএসএফের সহায়তায় নেপালের পুলিশ উদ্ধার করে সিকিমে পাঠিয়েছে ।
জানা গিয়েছে, তন্ময়-সহ সাতজন বন্ধু মিলে পাহাড়ে বেরাতে এসেছিলেন ৷ 24 তারিখ টুমলিং পৌছয় তাঁরা ৷ সেখানে রাত কাটিয়ে পরেরদিন সকালে 25 মে উঠে যায় সান্দাকফুতে ৷ দুদিন সেখানে থেকে 27 তারিখ সকলের বাড়ি ফেরার কথা ছিল ৷ কিন্তু এরই মাঝে সোমবার ভোরে হঠাৎ তন্ময়ের শরীর খারাপ করতে থাকে ৷ প্রথমে পেটে ব্যথা শুরু হয় তারপর বুকে ব্যথায় কষ্ট পেতে থাকেন তিনি ৷ তাঁর শ্বাসকষ্টও হচ্ছিল ৷ যুবকেরা যে হোটেলে উঠেছিলেন সেখানেই পর্যটক হিসাবে ছিলেন একজন চিকিৎসক ৷ তিনি তন্ময়কে দেখে নিকটবর্তী হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন ৷