সিমলাগড়, 2 অগস্ট: কই মাছ মুখে রেখেছিলেন এক যুবক ৷ কোনও রকমে সেটি গিলে ফেলেন ৷ তাতেই মর্মান্তিক মৃত্যু হল সাগর রায়ের (30) ৷ বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জৌগ্রামে ৷
কই মাছ ধরে মুখে আটকে রেখে চরম পরিণতি ডেকে আনলেন যুবক (ইটিভি ভারত) তিনি হুগলির পান্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ৷ ছ'বছর আগে তাঁর বিয়ে হয় ৷ বিয়ের পর পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন ৷ তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ৷
বৃষ্টিতে এলাকায় জম জমেছে ৷ তার মধ্যে মাছ ঘুরে বেড়াচ্ছে ৷ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তিনি ও তাঁর স্ত্রী ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন ৷ এরপরই বাড়ির কাছে রাস্তায় মাছ ধরতে গিয়েছিলেন সাগর ৷ সেখানেই তিনি দু'টি কই মাছ ধরেন ৷ আরও একটি কই মাছ ধরার জন্য একটি কই মুখে রাখেন ৷ তখন মাছটি মুখের মধ্যে থেকে গলায় গিয়ে আটকে যায় ৷ এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে যান সাগর ৷ তড়িঘড়ি স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷
সাগরের মা লক্ষ্মী রায় বলেন, "আমার ছেলে কই মাছ ধরে মুখে রেখেছিল ৷ হাসপাতালে নিয়ে যাচ্ছিল ৷ যাওয়ার পথে ছেলের মৃত্যু হয় ৷ খালি হাতে রাস্তায় মাছ ধরছিল ৷ কই মাছটি মুখে ধরে রেখেছিল ৷ মাছটার মাথার দিকটা ভিতরে ছিল, ল্যাজের দিকটা বাইরে ৷ আর দুটো মাছ পকেটে রেখেছিল ৷ মনে হচ্ছে, কোনওভাবে গিলে ফেলেছিল ৷" ছেলের হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ এলাকা ৷