সন্দেশখালি, 12 ফেব্রুয়ারি: "আমাদের বাঁচান ! শাহজাহান-শিবু গ্রেফতার না হলে গ্রামের মহিলাদের উপর অত্যাচার আরও বাড়বে !" সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কাছে পেয়ে এই কথাগুলোই বললেন সন্দেশখালির আতঙ্কিত মহিলারা । অভিযোগ শুনে গ্রামের মহিলাদের আশ্বস্তও করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপাল বলেন,"আপনাদের পাশে আছি । যা পদক্ষেপ নেওয়ার তা নেব । চিন্তা করবেন না ।"
সোমবার ধামাখালি ফেরিঘাট হয়ে লঞ্চে সন্দেশখালির ত্রিমোহনী বাজারে এসে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেখানে আগে থেকেই গ্রামের বেশ কিছু মহিলা জড়ো হয়েছিলেন ৷ তিনি পৌঁছতেই তাঁর দিকে ফুল ছিটিয়ে এবং উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানান গ্রামের মহিলারা ৷ এমনকী সিভি আনন্দ বোসের হাতে রাখি পড়িয়ে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধও করেছেন কেউ কেউ ।
এরপর বাজারের রাস্তাতেই বসে পড়েন গ্রামের মহিলারা ৷ শাহজাহান-শিবু-উত্তমের একের পর এক নির্যাতন ও জুলুমবাজির যন্ত্রণার কাহিনি তুলে ধরেন রাজ্যপালের কাছে। এখনও সন্দেশখালির 'ত্রাস' শাহজাহান এবং শিবু হাজরা গ্রেফতার না-হওয়ায় গ্রামের মহিলাদের যে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে, তাও উঠে এসেছে তাঁদের অভিযোগে ৷