পোলবা, 30 মে: বিষ খাইয়ে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃত স্ত্রীর নাম ডালিয়া ঘোষ (34)। 9 মাস আগে হুগলির পোলবার আমনান গ্রামের সৌমেন ঘোষের সঙ্গে বিয়ে হয় ডালিয়ার। অভিযোগ, পণের দাবি করে মানসিক ও শারিরীক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন।
এ কথা ডালিয়ার বাপের বাড়িতে জানালেও সেভাবে বুঝতে পারেননি কেউই। গতকাল, বৃহস্পতিবার বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভরতি করা হয় ডালিয়া ঘোষকে। সেই খবর দেওয়া হয় বলাগড়ে তাঁর বাপের বাড়িতে। পরে ডালিয়ার মা পদ্মা ঘোষ হাসপাতালে গিয়ে দেখেন মৃত্যু হয়েছে মেয়ের। ডালিয়া ঘোষের বাপের বাড়ির অভিযোগ, মেয়েকে বিষ খাইয়ে মারা হয়েছে। পোলবা থানায় লিখিত অভিযোগ জানায় মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে স্বামী সৌমেন, শ্বশুর দেবনারায়ণ ও শাশুড়ি মাধবী ঘোষকে গ্রেফতার করা হয়।