গাইঘাটা (উত্তর 24 পরগনা), 5 ফেব্রুয়ারি: গাড়ি ব্যবসায়ী স্বামীর কাছে কাজ করা চালকের সঙ্গে পরকীয়া ৷ তার জেরে সম্পর্কের টানাপোড়েনে নাজেহাল এক তরুণী ৷ পরকীয়ার কথা জানাজানি হওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি এবং ফলস্বরূপ শ্বশুরবাড়ি ছাড়তে হয়েছে ওই তরুণীকে ৷ এদিকে প্রেমিকও বেপাত্তা ৷
মঙ্গলবার দুপুর থেকে বুধবার বেলা, প্রায় 24 ঘণ্টা ধরনা দেওয়ার পরও দেখা মেলেনি প্রেমিকের ৷ যদিও ওই যুবকের পরিবার বিষয়টি নিয়ে পরে আলোচনার আশ্বাস দিয়েছেন ৷ সেই আশ্বাস ও প্রেমিকের ঘরে ফেরার অপেক্ষা নিয়ে আপাতত বাপেরবাড়িতে ফিরেছেন তিনি ৷
ঘটনাটি উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকার ৷ মঙ্গলবার দুপুরে সেখানে হাজির হন ওই তরুণী ৷ এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে পৌঁছে যান প্রেমিকের বাড়িতে ৷ তাঁর প্রেমিক সেই সময় বাড়িতে ছিলেন না ৷ ফলে যুবকের পরিবারের কাছেই ঘটনার কথা জানান ওই তরুণী ৷ কিন্তু প্রেমিক বাড়ি না থাকায় তৈরি হয় অচলাবস্থা ৷ শেষে প্রেমিকের বাড়ির সামনেই ধরনায় বসেন ওই তরুণী ৷ সারাদিন সেখানেই বসেছিলেন ৷ রাতে ওই যুবকের এক প্রতিবেশীর বাড়িতে তিনি থাকেন ৷ বুধবার সকাল থেকে আবার ধরনা শুরু করেন ৷
ওই তরুণী জানান, তাঁর স্বামীর গাড়ির ব্যবসা রয়েছে । সেখানেই গাড়ি চালাতেন প্রেমিক ৷ সেই সূত্রে তাঁদের পরিচয় । দু’মাস ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় । গোপনে তাঁকে সিঁদুরও পরায় যুবক ৷ তিনদিন আগে বিষয়টি জানতে পারেন তাঁর স্বামী । যা নিয়ে পরিবারে অশান্তি হয় । অশান্তির জেরে তিনি ডিভোর্সের কথা সাদা কাগজে লিখে এসেছেন ৷