পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তেলের ট্যাংকারের ধাক্কায় অটো দুমড়ে ঢুকল সামনের লরিতে; মৃত 1, আহত 13 - Medinipur Road Accident - MEDINIPUR ROAD ACCIDENT

Medinipur Road Accident: অটোকে ধাক্কা মারল তেলের ট্যাংকার ৷ মেদিনীপুরে এই ভয়াবহ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 13 জন অটো যাত্রী ৷

ETV BHARAT
মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 1:09 PM IST

বেলদা, 25 জুন:ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে ৷ তার ফলে কলকাতায় ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফেরা হল না গীতা সামন্তর । খড়গপুর থেকে তিনি যে অটোতে বাড়ি ফিরছিলেন তাকে ধাক্কা মারল তেলের ট্যাংকার । সাংঘাতিক আঘাতে অটোটি দুমড়ে মুচড়ে সামনে থাকা একটি লরির মধ্যে ঢুকে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ আহত হন 13 জন অটোযাত্রী । আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনা (নিজস্ব ভিডিয়ো)

মঙ্গলবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলায় 60 নম্বর জাতীয় সড়কে বেলদা থানা এলাকার বিষ্ণুপ্রিয়া ধাবার কাছে দুর্ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে ফেরার সময় খড়গপুর স্টেশন থেকে অটোতে চড়েছিলেন ওই মহিলা ও অন্যান্য যাত্রীরা ৷ বাখরাবাদের কাছে পেছন থেকে একটি তেল বোঝাই ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিতে ধাক্কা মারে । যার ফলে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পিছনে ঢুকে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে চিকিৎসকরা গীতা সামন্ত নামে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন । বাকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স 67 বছর ৷ তাঁর বাড়ি দাঁতন দুই ব্লকের পলাশী গ্রামে । মৃতার ছেলে গণেশ সামন্ত বলেন, "মা ডাক্তার দেখাতে গিয়েছিল রবিবার, কলকাতার সল্টলেকের একটি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে । এরপর তারা রাত্রে ট্রেনে করে ফেরে এবং গভীর রাতে আমার কাছে ফোন আসে হাসপাতালে আসার জন্য । সেখানে গিয়ে দেখি মা আর বেঁচে নেই । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মায়ের । এই ঘটনায় আহত হয়েছে আরও 13 জন যাত্রী ।"

অটোতে থাকা অবনী সেন নামে এক ব্যক্তি জানান, কলকাতার সল্টলেকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি । বাড়ি ফেরার পথে খড়গপুর স্টেশনে নেমে তিনি অটো ধরেন । বেলদার বাখারাবাদের কাছে পেছন থেকে একটি তেল বোঝাই ট্যাংকার ধাক্কা মারে সেই অটোটিকে ৷ এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি সামনে থাকা একটি লরির পিছনে ঢুকে যায় । বেলদা থানার পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে উদ্ধার করে ।

ABOUT THE AUTHOR

...view details