পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চেতলার হোটেলের ঘর থেকে উদ্ধার মহিলার দেহ, তদন্তে লালবাজার - WOMAN BODY RECOVERED

হোটেল ঘরের দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল । ওই মহিলা অচেতন অবস্থায় পড়েছিলেন বিছানায় । পুলিশ এসে উদ্ধার করে তাঁকে ৷

Woman body recovered
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 8:15 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: চেতলার হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার মহিলা । তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ৷

মহিলার নাম সুমনা পাড়ুই মণ্ডল ৷ বয়স 38 বয়স । তাঁর বাড়ি কসবা থানা এলাকায় বলে পুলিশ সূত্রে খবর । মহিলার সঙ্গে হোটেল ঘর থেকে দুটি বিষের বোতলও উদ্ধার হয়েছে ৷

লালবাজার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে চেতলা থানা এলাকার রাজা সন্তোষ রোডের একটি হোটেলে । ঘটনার খবর পেয়ে হোটেলে যায় স্থানীয় চেতলা থানার পুলিশ । পাশাপাশি খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের । ঘটনাস্থলে হোমিসাইড বিভাগের গোয়েন্দারা গিয়ে ওই হোটেলের ঘর ভালোভাবে পরীক্ষা করেন ।

এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ইটিভি ভারতকে বলেন, "হোটেলের যে ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে, সেখান থেকে দু’টি বিষের বোতল ও উদ্ধার করা হয়েছে । হোটেল ঘরের দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল । আজ হোটেলের কর্মীরা ওই মহিলাকে একাধিকবার ডাকা ডাকি করেন । কিন্তু তিনি সাড়া না দিলে, তাদের সন্দেহ হয় । এরপরেই তারা স্থানীয় চেতলা থানায় খবর দেন । চেতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট হোটেলের লোকজনের সাহায্যে দরজা ভেঙে ঢুকে দেখেন ওই মহিলা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন । সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ।"

ইতিমধ্যেই মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । লালবাজার সূত্রে খবর, ওই মহিলার দেহের বাইরে কোনও প্রকারের আঘাতের চিহ্ন দেখা যায়নি । তবে হত্যার ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও গল্প রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details