তারকেশ্বর, 23 জুলাই:চোর সন্দেহে পোস্টে বেঁধে মহিলাকে 'মারধর' করলেন মহিলারাই ৷ ঘটনাটি তারকেশ্বরে চাঁদুর ভাণ্ডারী পাড়ায় এলাকায় ৷ গ্রামে ভিক্ষা করার নাম করে দু'টি বাড়িতে ঢুকে চুরির করার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ এরপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ মহিলার সঙ্গে এক নাবালকও ছিল বলে জানা গিয়েছে ৷
ওই মহিলা চুরি করেছেন, এই সন্দেহের বশে প্রথমে তাঁকে গ্রামের একটি লাইট পোস্টে গামছা দিয়ে বাঁধা হয় । এরপর দীর্ঘক্ষণ ধরে মারধর চলতে থাকে । স্থানীয় পঞ্চায়েত প্রধানের মাধ্যমে পুলিশে খবর যায় ৷ তারকেশ্বর থানার পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ অভিযোগ, গ্রামের সকলে চাষের কাজে ব্যস্ত আছেন, এই সুযোগে দু'টি বাড়িতে ঢুকে চুরি করেন ওই মহিলা ৷ একটি বাড়িতে গিয়ে তিনি ধরা পড়ে যান ৷
তবে পুলিশ এসে তাঁর থেকে চুরির কোনও সামগ্রী খুঁজে পায়নি ৷ গ্রামবাসীদের দাবি, ধরা পড়ার আগেই মহিলা টাকা-পয়সা থেকে শুরু করে চুরির সমস্ত সামগ্রী অন্যত্র সরিয়ে দিয়েছেন ৷ সেই সব কোথায় থাকতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য মহিলাকে আটক করেছে পুলিশ ৷ তাঁর থেকে গোটা ঘটনাটি জানার চেষ্টা হচ্ছে ৷
চাঁদুর গ্রামের বাসিন্দা মানসি ভাণ্ডারী বলেন, "আমি কলে জল আনতে গিয়েছিলাম ৷ বাড়ি ফিরে দেখি ঘরের মধ্যে ওই মহিলা ঢুকে বিছানা উলটে দেখছেন ৷ জিজ্ঞাসা করায় কিছু বলছেন না ৷ পড়ে দেখি কিছু টাকা ও কাগজ পত্র নিয়ে গিয়েছে ৷ ছুটে গিয়ে ধরি ওদের। এরপরই খবর পেয়ে বাকিরা ঘটনাস্থলে এসে পৌঁছন ।" চুরির বিষয়টি দ্রুত ছড়াতে থাকে। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে মহিলারা এসে এই মহিলাকে মারধর শুরু করেন ৷ ল্যাম্পপোস্টে বেঁধেও মারধর করা হয়। বেশ খানিকক্ষণ পর পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷