কলকাতা, 24 জানুয়ারি: উপাচার্য নিয়োগ মামলায় শীর্ষ আদালতে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার । রাজ্যপাল কথা দিয়েও রাখেননি বলে অভিযোগ । রাজভবন সূত্রের খবর, সেই অভিযোগ খণ্ডনে তৎপর হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । আজ বুধবার সন্ধ্যায় রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল । সেই মতো সন্ধ্যা 5-6টা পর্যন্ত রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় রেখেছেন । অথচ, আজই সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এক প্রোগ্রামে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যপালের ।
এদিকে, আজ পূর্ব বর্ধমানের গোদার মাঠে মুখ্যমন্ত্রীর সভা ছিল । সেই সভা শেষে ইতিমধ্যে কলকাতায় ফিরে এসেছেন । কিন্তু ফেরার পথে আচমকাই গাড়ি ব্রেক কষায় তিনি কপালে জোট পেয়েছেন বলে খবর । তারপরও রাজভবনে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
সূত্রের আরও খবর, দু'জনের প্রায় ঘণ্টাখানেক বৈঠক হওয়ার কথা রয়েছে । মূলত, শীর্ষ আদালতের নির্দেশ মতো দু'জনের মধ্যে আলোচনা করে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সমস্যা সমাধানে চেষ্টা হবে বলেই জানা যাচ্ছে । কারণ, শীর্ষ আদালতই উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিল । ‘সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ নেই’ বলে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডাকেননি ।