কলকাতা, 26 এপ্রিল:শেখ শাহজাহানের ডেরা থেকে বিপুল অস্ত্রের হদিশ পেল সিবিআই ৷ শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই তল্লাশির সময় বিদেশি পিস্তল এবং রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানাল সিবিআই। শুক্রবারের এই উদ্ধারকাজে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট ব্যবহার করেছে এনএসজি ৷ কোথাও অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক মজুত থাকলে তা নিষ্ক্রিয় করতে কিংবা উদ্ধার করতে ব্যবহার করা হয় এই রোবটকে ৷
কিন্তু কী এই রোবট?
ইজরায়েল থেকে আনা হয়েছে বিশেষ এই রোবটটি ৷ ন্যাশনাল সিকিউরিটি গার্ড সূত্রে খবর, বিশেষ কোনও অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রোবট পরিচালিত বম্ব ডিসপোজাল মেশিন বা যন্ত্রটিকে । অত্যন্ত ক্ষমতাসীল এবং উন্নতমানের এই যন্ত্রকে পরিচালনা করা হয় একটি রিমোট কন্ট্রোলের দ্বারা । প্রায় 600 মিটার দূর থেকে কন্ট্রোল করা যায় এই রোবটকে । এই রোবটে রয়েছে হাই কোয়ালিটির ক্যামেরা । এই ক্যামেরার সার্ভার থেকে ছবি সরাসরি এসে পৌঁছে যায় ল্যাপটপে ।