কলকাতা, 9 এপ্রিল: আগেই তৃণমূলের বিধায়ক পদ ছেড়েছেন । পরবর্তীতে বিজেপি তাঁকে কলকাতা উত্তরে প্রার্থী করেছে । এই মুহূর্তে ভরা ভোটের মরসুম । সকাল বিকেল দু'বেলা উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে প্রচার করছেন তাপস রায় । আর এ সবের মাঝেই আকস্মিক মঙ্গলবার বিধানসভায় গেলেন তিনি ।
এ দিন বিকেল তিনটে নাগাদ আচমকা তাপস রায়কে দেখা গেল বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে । কেতাদুরস্ত পঞ্জাবি পরে তিনি সেখানে যান । বিরোধী দলনেতার ঘরে তাঁর নো ডিউ সার্টিফিকেটের জন্য আবেদন করেন তিনি ।
গত পাঁচ মার্চ তিনি বরানগরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন । তার পরের দিন 6 মার্চ এই পদত্যাগপত্র গ্রহণ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওই দিন পর্যন্ত নো ডিউ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তাঁকে । আর সেই সার্টিফিকেট গ্রহণ করতেই এ দিন তিনি গিয়েছিলেন বিধানসভায় ।