কলকাতা, 18 জুলাই:শহরজুড়ে ক্রমশ বাড়ছে ইনফ্লুয়েঞ্জর দাপট । ঘরে ঘরে জ্বর থেকে শুরু করে সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিচ্ছে । বিগত 7-10 দিনের মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে অনেকটাই । মূলত বর্ষাকেই এই রোগের প্রধান সময় হিসেবে ধরা হয় । এই রোগের কারণে বহু মানুষ হাসপাতালে ভর্তি । শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সের মধ্যেই দেখা যাচ্ছে এই রোগের লক্ষণ । রোগীর চাপ কমাতে বেসরকারি হাসপাতালগুলিতে ভিন্ন ওয়ার্ডেরও ব্যবস্থা করতে হয়েছে । এছাড়া ইনস্টিটিউ অফ চাইল্ড হাসপাতালেও এই রোগ নিয়ে ভর্তি রয়েছে বহু শিশু ।
ইনফ্লুয়েঞ্জার দাপট বাড়ছে শহরে, কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক ? - Influenza virus Prevention
Influenza Virus: কলকাতা শহরজুড়ে ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ । কীভাবে এই রোগ থেকে বাঁচবেন ? জেনে নিন চিকিৎসকের মতামত ।
Published : Jul 18, 2024, 8:35 PM IST
এই বিষয় শিশু চিকিৎসক প্রভাষ প্রসূন গিরি বলেন, "এই সময় আমরা এই রোগের প্রাদুর্ভাব দেখতে পাই । শিশুদের ক্ষেত্রে কিছু বাড়তি সাবধানতা বজায় রাখা প্রয়োজন । যদি কারও জ্বর- সর্দি কাশি হয় তাহলে তাকে স্কুলে পাঠানো উচিত হবে না । কারণ তার থেকে অন্য কারও মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে । এছাড়াও ওই শিশুটির ইনফ্লুয়েঞ্জা টেস্ট করতে হবে । যদি সেটা পজিটিভ আসে তাহলে অতি অবশ্যই যথাযথ ওষুধ দেওয়া এবং টিকাকরণের উপর জোর দেওয়া প্রয়োজন ।"
পাঁচ বছরের কম সমস্ত শিশুকেই ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া যায় । তার আগের শারিরীক অবস্থা দেখে এই টিকা নিতে হয় বলেই জানান চিকিৎসক । তবে এই টিকাকরণ শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে নয় বড়দেরও নেওয়া জরুরি বলেই মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "65 বছর হলে অবশ্যই এই ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া জরুরি । তবে 50 বছর অতিক্রান্ত হলে আমরা তখন থেকেই বলি, যদি এই ধরনের সমস্যা থাক তাহলে টিকা নিয়ে নেওয়া ভালো । এছাড়া যদি গুরুতর অবস্থা সষ্টি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন । এই ধরনের রোগীদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রুততার সঙ্গে চিকিৎসা । যদি সময় মত ওষুধ দেওয়া হয় সমস্যা বড় আকার নেবে না ৷" তবে এর পাশাপাশি সাবধানতা বজায় রাখতে কমর্বিটির সমস্যার রোগীদেরও সাবধানতা অবলম্বন করতে হবে । এমনকী সব বয়সেই এই সময়টায় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।