কলকাতা, 5 অগস্ট:নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে ভারী বৃষ্টি চলেছে ৷ কিন্তু ঝড়খণ্ডের উপর যে গভীর নিম্নচাপ অবস্থান করেছিল, তা পশ্চিমবঙ্গ থেকে অনেকটই দূরে সরে গিয়েছে ৷ তবে এর ফলেও বৃষ্টি থেকে নিস্তার নেই রাজ্যবাসীর ৷ আরও কয়েকদিন বৃষ্টি চলবে বঙ্গে ৷ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উপরের পাঁচটি জেলা আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতায় 6 থেকে 8 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা এই রাজ্য থেকে বর্তমানে অনেকটাই দূরে সরে গিয়েছে। তা এখন মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে ৷ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে। এরফলে আগামী দু'দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ 6-8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে। বিশেষ করে 6 ও 7 তারিখ পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"