পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিম্নচাপ সরলেও বঙ্গে এখনই কাটছে না দুর্যোগ, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা - WEATHER UPDATE IN BENGAL

WB Weather Report: ঝড়খণ্ডের উপর যে গভীর নিম্নচাপ অবস্থান করেছিল, তা পশ্চিমবঙ্গ থেকে অনেকটই দূরে সরে গিয়েছে ৷ তবে এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই রাজ্যবাসীর ৷ আগামী দু'দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 6 থেকে 8 তারিখ কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে ৷

WB Weather Report
দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বৃষ্টিতে রাশ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 7:40 AM IST

কলকাতা, 5 অগস্ট:নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে ভারী বৃষ্টি চলেছে ৷ কিন্তু ঝড়খণ্ডের উপর যে গভীর নিম্নচাপ অবস্থান করেছিল, তা পশ্চিমবঙ্গ থেকে অনেকটই দূরে সরে গিয়েছে ৷ তবে এর ফলেও বৃষ্টি থেকে নিস্তার নেই রাজ্যবাসীর ৷ আরও কয়েকদিন বৃষ্টি চলবে বঙ্গে ৷ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উপরের পাঁচটি জেলা আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতায় 6 থেকে 8 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা এই রাজ্য থেকে বর্তমানে অনেকটাই দূরে সরে গিয়েছে। তা এখন মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে ৷ পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে। এরফলে আগামী দু'দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ 6-8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে। বিশেষ করে 6 ও 7 তারিখ পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"

দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি কমলেও, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সোম ও মঙ্গলবার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

সোমবার আকাশ মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ছে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে । মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে ।কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের জেলাগুলিতে আকাশ প্রধানত মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

রবিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97 শতাংশ এবং সর্বনিম্ন 80 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details