কলকাতা, 9 সেপ্টেম্বর: নিম্নচাপ ফের দুয়ারে। আগামী তিন দিন তাই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। আজ সোমবার নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিনত হবে। এই নিম্নচাপটি গাঙ্গেয় বঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে। ফলে বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার, এই মুহূর্তে নিম্নচাপটির কারণে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা আর ঝাড়গ্রামে । আগামীকাল, 10 সেপ্টেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম আর বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 11 সেপ্টেম্বর, বুধবার দুই বর্ধমান, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:
উত্তরবঙ্গের ক্ষেত্রে সে ভাবে টানা বৃষ্টির পরিস্থিতি নেই । যেহেতু মৌসুমী অক্ষরেখা ওখানে সক্রিয়, তাই কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকার আবহাওয়ার পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, যেহেতু নিম্নচাপটি বঙ্গোপসাগরের ওপর রয়েছে, তাই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে ।বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ ঘণ্টায় সর্বোচ্চ 55 থেকে 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে, 11 সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ও আর্দ্রতা:
রবিবার কলকাতা এবং পার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 86 শতাংশ এবং সর্বনিম্ন 58 শতাংশ ।
রবিবারের মতো সোমবারেও আকাশ মূলত মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে ।