কলকাতা, 16 অগস্ট:নিম্নচাপের কারণে ফের রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা ! শুক্রবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া ও দুই 24 পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা রয়েছে ৷ শনিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া। আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।
মৌসুমী অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠের ওপর রয়েছে ৷ এই অক্ষরেখা গঙ্গানগর, রোহতক, দিল্লি, কানপুর, চুর্ক, এবং আমাদের রাজ্যে পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে গিয়েছে ৷ তারপর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অভিমুখে ধাবিত হয়েছে ৷ একটি চক্রবৎ ঘুর্ণাবর্ত যা সমুদ্রপৃষ্ঠের সাড়ে চার কিলোমিটার ওপরে রয়েছে ৷ এই চক্রবৎ ঘুর্ণাবর্তটি দক্ষিণ বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী গাঙ্গেয় বঙ্গে ওপর দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে ৷ এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 24 ঘণ্টায় একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে ৷ পাশাপাশি আরও একটি চক্রবৎ ঘুর্ণাবর্ত ঝাড়খণ্ড এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে ৷ এই সামগ্রিক আবহে বৃষ্টি পরিস্থিতি বঙ্গজুড়ে ৷