কলকাতা, 8 ফেব্রুয়ারি: নরম ঠান্ডার আমেজ ছড়িয়ে শীতের বিদায় ৷ 15 ফেব্রুয়ারির পর এই আরামদায়ক আমেজ উধাও হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ ধীরে ধীরে উষ্ণতা বাড়িয়ে গ্রীষ্মের দিকে পা বাড়াবে বাংলা ৷ হাওয়া অফিস আগেই বলেছিল সপ্তাহান্তে পারদ নামবে ৷ মনোরম শীতের আমেজ ফিরবে সরস্বতী পুজোর আগে ৷ দিনের তাপমাত্রা দুই ডিগ্রি নামবে ৷ রাতের তাপমাত্রা চার ডিগ্রি নীচে থাকবে ৷ ভোর এবং বেশি রাতের দিকে মনোরম শীতের চাদর জড়ানো আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে ৷ কোনও সিস্টেম বা নিম্নচাপের ইঙ্গিত নেই ৷
দার্জিলিং ছাড়া উত্তর এবং দক্ষিণ বঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই ৷ আলিপুরে অবস্থিত আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে আমাদের অঞ্চলে উত্তর-পশ্চিম বাতাস রয়েছে ৷ তার ফলে তাপমাত্রা একটু নীচে নামবে ৷ আজ এবং আগামিকাল তাপমাত্রা 2-4 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ তাপমাত্রায় 2 ডিগ্রি মতো কমবে এবং সর্বনিম্ন তাপমাত্রায় 4 ডিগ্রি মতো কমবে ৷"
তিনি আরও জানিয়েছেন কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 16-17 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতি 10 তারিখ পর্যন্ত চলবে ৷ তারপরে ফের বাড়বে তাপমাত্রা ৷ 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা চলবে ৷ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া সব জেলায় শুষ্ক আবহাওয়া জারি থাকবে ৷ কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকবে ৷