কলকাতা, 6 ডিসেম্বর:রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসগুলিতে দুর্নীতিমূলক কাজকর্ম চলছে দীর্ঘদিন ধরে ৷ সাধারণ নিম্নবিত্ত ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে এর চরম ফল ভোগ করতে হচ্ছে ৷ শাসক শিবিরের মদতে সরকারি খাস জমির কেনাবেচা চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ সাংবাদিক সম্মেলনে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ৷ সেই সঙ্গে তিনি জানান, এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী 11 ডিসেম্বর রাজ্যের সমস্ত ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসের সামনে বিক্ষোভ দেখাবে কংগ্রেস ৷
সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে খাস জমি জবরদখলের অভিযোগ উঠেছে ৷ বিধানভবনে এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন শুভঙ্কর সরকার ৷ তিনি বলেন, "রাজ্যের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের ৷ বিশেষ করে সরকাররি সম্পত্তি যে ভাবে কেনাবেচা হচ্ছে, তা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত । এর ফলে চরম ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ৷"
রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, বেআইনি লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে । কৃষি জমিকে অনৈতিকভাবে বাস্তু জমিতে পরিবর্তন করার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে ৷ এর ফলে রাজ্য়ে খাদ্যের সংকট হতে বেশি দেরি নেই ৷ শুধু তাই নয়, সরকারি অফিসকে বেআইনিভাবে ব্যবহার করে জমির রেকর্ড বদলে ফেলা হচ্ছে রাতারাতি ৷
শুভঙ্কর সরকারের অভিযোগ, "BLRO অফিসে প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে একটি দালাল চক্র চলছে ৷ আর এরাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে । সরকারি খাস জমি ও হস্তান্তর অযোগ্য জমি নিয়ম লঙ্ঘন করে বেআইনিভাবে দখল ও বিক্রি করা হচ্ছে । আর সবটাই প্রশাসনের মদতে হচ্ছে ৷"
কংগ্রেস নেতার দাবি, "কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আদিবাসীদের 'জল-জঙ্গল-জমি'র অধিকার সুরক্ষিত করেছিল । কিন্তু বর্তমানে এই রাজ্যে বারবার আদিবাসীদের সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে । তাঁদের জমি বেআইনিভাবে দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে ৷" এই সমস্ত দুর্নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের বিরুদ্ধে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কংগ্রেসের তরফে বলে জানান শুভঙ্কর সরকার ৷ তিনি বলেন, "এই অন্যায় ও দুর্নীতির প্রতিবাদে রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটি আগামী 11 ডিসেম্বর সারা রাজ্যের BLRO অফিসগুলির সামনে একযোগে বিক্ষোভ দেখাবে । আমরা চাই, রাজ্যের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে যোগ দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুক ।"