পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আধার সংযুক্ত অ্যাকাউন্টেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের - TARUNER SWAPNA SCHEME 2024

ট্যাবের টাকা কেলেঙ্কারিতে পড়ুয়াদের আগামীতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের ৷ স্কুল শিক্ষা দফতরের সচিব বিনোদ কুমারকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যসচিবের ।

TARUNER SWAPNA SCHEME 2024
পড়ুয়াদের ট্যাবের টাকা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 7:39 AM IST

কলকাতা, 12 নভেম্বর: ট্যাবের টাকা পড়ুয়ারদের অ্যাকাউন্টে না-ঢুকে তা গায়েব হয়ে যাওয়া নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্যরাজনীতি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিতে ক্ষুব্ধ। আগামীতে আধার সংযুক্ত অ্যাকাউন্টেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷

অভিযোগের ভিত্তিতে সোমবার শিক্ষা দফতর এবং পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের জেলাশাসককে নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। প্রাথমিক তদন্তে রাজ্য সরকারের কাছে যে তথ্য এসেছে, তাতে প্রধান শিক্ষকদেরই গাফিলতি ধরা পড়েছে। আর এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যসচিব। বিভিন্ন জেলা থেকে যে সমস্ত অভিযোগ এসেছে তা নিয়ে তদন্ত করে একটি রিপোর্ট জমা পড়েছে মুখ্যসচিবের কাছে। এই রিপোর্টে চার স্কুলের প্রধান শিক্ষকদের গাফিলতি ধরা পড়েছে ৷

রিপোর্ট পাওয়ার পর মুখ্যসচিব স্কুল শিক্ষা দফতরের সচিব বিনোদ কুমারকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাঁর উপস্থিতিতেই মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্য পুলিশের তরফ থেকেও এই আশ্বাস দেওয়া হয়েছে যে, পুরো বিষয়টির উপর নজর রাখছে প্রশাসন।

আগামিদিনে এই ধরনের ঘটনা যেন না-ঘটে তার জন্য 'সিস্টেম' আরও উন্নত করতে যা যা পদক্ষেপ করা দরকার করার তার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।। আজ নবান্নে প্রায় 40 মিনিট ধরে বৈঠক হয় ৷ ট‌্যাবের টাকা গায়েবের ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে নবান্ন। এই ঘটনায় মূল দোষীদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ যেমন দেওয়া হয়েছে, সেই সঙ্গে এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শুধুমাত্র আধার সংযুক্ত অ‌্যাকাউন্টেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাজ্যের 6 জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ দিনাজপুরকে আলাদা করে সতর্ক করেছেন মুখ্যসচিব।

রাজ্য সরকারের কাছে এখনও পর্যন্ত যে অভিযোগ জমা পড়েছে, তাতে 309 জন ছাত্রের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি বলে জানানো হয়েছে ৷ এখনও পর্যন্ত 6 জেলা পড়ুয়াদের ট্যাবের টাকা জমা পড়ার অভিযোগ এসেছে ৷ গত কয়েকদিন ধরে যে সংখ্যাটা জানা যাচ্ছিল 84 জন ছাত্রের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি ৷ কিন্তু এদিন সেটা এক ধাক্কায় 309 হয়ে যাওয়ায় বেশ কিছুটা অস্বস্তিতে রাজ্য প্রশাসন।

একইসঙ্গে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন অভিযোগ উঠছে তাতে, আগামীতে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ৷ তবে পূর্ব মেদিনীপুর-সহ রবিবার পর্যন্ত যে 84 জনের টাকা না-ঢোকার অভিযোগ উঠেছিল, শিক্ষা দফতরের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল সোমবারের মধ্যে সেই সব একাউন্টে টাকা ঢুকে যাবে ৷ সেই মতো ওই 84 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে বলে জানানো হয়েছে ৷

পড়ুন:ট্যাব দুর্নীতি, শতাধিক পড়ুয়ার টাকা অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে !

ABOUT THE AUTHOR

...view details