কলকাতা, 3 মে:'অশুভ উদ্দেশে ফের একজনকে রাজভবনে বসানো হয়েছে ।' রাজ্যপালের বিরুদ্ধে 'শ্লীলতাহানি'র অভিযোগ ওঠার পরের দিনই এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে । শুক্রবার রাজভবনের তরফে কর্মীদের উদ্দেশে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "এক গোপন মাধ্যমে জানা গিয়েছে, রাজনৈতিক শক্তিগুলি অশুভ উদ্দেশ্য নিয়ে রাজভবনে আরও একজনকে বসিয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে । এগুলো নিছক নির্বাচনী ছক আর কিছু নয় ।"
এরপর এক অডিয়ো বার্তা দিয়েছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর স্পষ্ট বার্তা, "আরও বড় চক্রান্ত হচ্ছে । এ লড়াই লড়ব । পালিয়ে যাব না ।" রাজভবন সূত্রের দাবি, এই অডিয়ো বার্তা দেওয়ার আগে শুক্রবার সকাল 11টা নাগাদ কলকাতা ছেড়েছেন রাজ্যপাল । তিনি নিজের রাজ্য কেরলে গিয়েছেন । সেখানেই বেশ কয়েকদিন থাকবেন । তাঁর এই সফর পূর্বনির্ধারিত ছিল । ফলে গতকালের ঘটনার সঙ্গে আজকে তাঁর কলকাতা ছাড়ার কোনও যোগসূত্র নেই বলেই দাবি রাজভবন সূত্রের ।