পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিতে নারী নির্যাতনের একটিমাত্র অভিযোগ নথিভুক্ত হয়েছে, পুলিশকে কেউ কিছু বলেনি, দাবি রাজীব কুমারের - রাজীব কুমার

Rajeev Kumar on Sandeshkhali: শনিবার বিকেলে সন্দেশখালি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ সেখানে তিনি ওই এলাকার সাম্প্রতিক পরিস্থিতি ও একাধিক অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ৷

Rajeev Kumar
Rajeev Kumar

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 8:06 PM IST

Updated : Feb 17, 2024, 9:12 PM IST

সন্দেশখালি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি রাজীব কুমার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে নারী নির্যাতনের একটিমাত্র অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ সেটাও হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার সময় ৷ কিন্তু পুলিশের কাছে এই নিয়ে কেউ কিছু জানাননি ৷ শনিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷

উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিক থেকে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁরা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই অনুগামী শিবুপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের গ্রেফতারির দাবি করেন ৷ তাঁরা অভিযোগ করেন, শাহজাহান, শিবু ও উত্তম তাঁদের জমি দখল করে নিয়েছে ৷ এমনকী, এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তোলা হয় ৷

কিন্তু শনিবার রাজ্য পুলিশের সদর দফর ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি রাজীব কুমার জানিয়ে দিলেন, পুলিশের কাছে এই ধরনের কোনও অভিযোগ আসেনি ৷ একমাত্র একজন মহিলা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন ৷ পুলিশের কাছে যদি এই নিয়ে অভিযোগ আসে তাহলে তা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

তিনি আরও জানিয়েছেন, গত 6 ফেব্রুয়ারি বিক্ষোভ শুরুর আগে এই নিয়ে তো কোনও অভিযোগ করেনি ৷ তিনি প্রশ্ন তুলেছেন, বর্তমান ডিজিটাল যুগে যখন, সোশাল মিডিয়ার রমরমা, তখন কেন এই ধরনের অভিযোগ আগে সামনে এল না ? পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে সন্দেশখালি কাণ্ডে পুলিশি গাফিলতির প্রমাণ মিললেও কড়া পদক্ষেপ করা হবে ৷

প্রসঙ্গত, সন্দেশখালিতে বিক্ষোভ শুরু হওয়ার দিন তিনেকের মধ্য়ে পুরো এলাকায় 144 ধারা জারি করে দেওয়া হয় ৷ পরে কলকাতা হাইকোর্ট সেই 144 ধারা জারির নির্দেশ খারিজ করে দেয় ৷ এর পর স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে সন্দেশখালি 2 নম্বর ব্লকের 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷ এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে ৷ বিরোধী রাজনৈতিক নেতাদের আটকাতেই এই ঘটনা বলে অনেকে অভিযোগ করছেন ৷

শনিবার সন্ধ্যায় এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মাকে পাশে বসিয়ে এই বিষয়টি নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন রাজীব কুমার ৷ তাঁর কথায়, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণেই এই 144 ধারা জারি করা হয়েছে 19টি জায়গায়৷ সামগ্রিক বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ দু-একদিনের মধ্যে 144 ধারা জারি থাকা জায়গার সংখ্যা অর্ধেক হয়ে যাবে ৷ এর উদ্দেশ্য রাজনৈতিক নেতাদের আটকানো নয় ৷

তিনি আরও জানান যে পরিস্থিতি স্বাভাবিক করতে সন্দেশখালিতে মহিলা উচ্চপদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে ৷ জমি দখলের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে সেখানে ভূমি দফতর থেকে শিবির করা হচ্ছে ৷ তাঁরা সব জরিপ করে দেখবেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শিবু-উত্তমদের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা
  2. সন্দেশখালি কাণ্ডের জের ! সরানো হল ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমারকে, দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার
  3. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তে 10 সদস্যের কমিটি গঠন পুলিশের
Last Updated : Feb 17, 2024, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details