কলকাতা, 17 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে নারী নির্যাতনের একটিমাত্র অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ সেটাও হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার সময় ৷ কিন্তু পুলিশের কাছে এই নিয়ে কেউ কিছু জানাননি ৷ শনিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷
উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিক থেকে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁরা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই অনুগামী শিবুপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের গ্রেফতারির দাবি করেন ৷ তাঁরা অভিযোগ করেন, শাহজাহান, শিবু ও উত্তম তাঁদের জমি দখল করে নিয়েছে ৷ এমনকী, এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তোলা হয় ৷
কিন্তু শনিবার রাজ্য পুলিশের সদর দফর ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি রাজীব কুমার জানিয়ে দিলেন, পুলিশের কাছে এই ধরনের কোনও অভিযোগ আসেনি ৷ একমাত্র একজন মহিলা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন ৷ পুলিশের কাছে যদি এই নিয়ে অভিযোগ আসে তাহলে তা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷
তিনি আরও জানিয়েছেন, গত 6 ফেব্রুয়ারি বিক্ষোভ শুরুর আগে এই নিয়ে তো কোনও অভিযোগ করেনি ৷ তিনি প্রশ্ন তুলেছেন, বর্তমান ডিজিটাল যুগে যখন, সোশাল মিডিয়ার রমরমা, তখন কেন এই ধরনের অভিযোগ আগে সামনে এল না ? পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে সন্দেশখালি কাণ্ডে পুলিশি গাফিলতির প্রমাণ মিললেও কড়া পদক্ষেপ করা হবে ৷