কলকাতা, 14 ডিসেম্বর: নতুন পাঠক্রমে পড়াতে সমস্যা হচ্ছে শিক্ষকদের ৷ সেকারণে 19টি বিষয়ের পাঠক্রম বদলানোর সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ ইতিমধ্যেই, সিলেবাস কমিটির সঙ্গে এই নিয়ে আলোচনাও সেরে ফেলেছেন সংসদের সদস্য়রা ৷ তারপর শুক্রবার রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় সংসদের তরফে ৷ আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে নতুন এই পাঠক্রম ৷
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি এ, ইংরেজি বি, অল্টারনেটিভ ইংরেজি, বাংলা এ, হিন্দি এ, হিন্দি বি, ইতিহাস বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টান্সি, কস্টিং এবং ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সাইন্স অফ ওয়েল বিয়িং, স্ট্যাটিস্টিক, দর্শন, পরিবেশ বিদ্যা, অর্থনীতি, ভূগোল এবং জীববিদ্যা-এই 19টি বিষয়ে বদল করা হয়েছে পাঠক্রম ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পড়ুয়া এবং শিক্ষকদের কথা মাথায় রেখেই এই পাঠক্রম বদল করা হয়েছে । নতুন পদ্ধতিতে আশা করা হচ্ছে আর কোনও সমস্যা হবে না ।"
চলতি বছরই পাঠক্রমে বদল আনা হয় । কিন্তু ক্লাসে পড়ানোর সময় পড়ুয়াদের পড়া বোঝানোর ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে সমস্যা দেখা দেয় । বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয় । এরপর সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।