পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একলাফে 7 হাজার টাকা বেতন বাড়ছে বাংলার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের - ICT teachers remuneration Hike - ICT TEACHERS REMUNERATION HIKE

Increment, Salary Hike: বেতন বাড়ল কম্পিউটার শিক্ষকদের ৷ চলতি বছরের এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন পাবেন শিক্ষকরা ৷ এই নির্দেশিকা জারি করা হয়েছে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ৷

BIKASH BHAWAN
বিকাশ ভবন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 10:52 AM IST

কলকাতা, 22 জুলাই:বেতন বাড়ল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের। একলাফে বাড়ল বেশ কিছুটা বেতন । এতদিন তাঁদের মাসিক ভাতা ছিল 10 হাজার 194 টাকা। সেই মাসিক ভাতা বেড়ে হল 17 হাজার টাকা। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিভাগের চুক্তি ভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সেলফ হেল্প গ্রুপ ও এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট । সেই বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলের কম্পিউটার শিক্ষকদেরও ভাতা বৃদ্ধির আওতায় আনা হয়েছে । প্রসঙ্গত, মার্চ মাস থেকে এই বেতন বৃদ্ধির কথা উল্লেখ করা হলেও, তা কার্যকর হয়নি ৷ বৃহস্পতিবার এই বেতন বৃদ্ধির অর্ডার জারি করা হয়েছে ৷

চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2013 সাল থেকে। সেই নিয়োগ প্রক্রিয়া হয় 5টি ধাপে। এই পর্যায়ের স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক পদে প্রায় 5 হাজার 600 জন নিয়োগ হয়েছে । তাদের বেতন বাড়ল 14 বছর পর ৷ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "আমরা ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছি । একই সঙ্গে আইসিটি কম্পিউটার প্রশিক্ষক, পার্শ্বশিক্ষক, ভোকেশনাল, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, এনএসকিউএফ, পার্ট টাইম শিক্ষকদের ভাতাও বৃদ্ধি করে বঞ্চনার অবসান ঘটানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি ।"

অপরদিকে, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেস হালদার বলেন, "অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধির স্ল্যাব সংক্রান্ত একটি প্রস্তাবনা দিয়েছিলাম ৷ আলোচনায় আমাদের প্রস্তাবনা গৃহীত হয়েছিল। তবে শুধু প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করলে হবে না, কম্পিউটার ল্যাবরেটরির পরিকাঠামো এবং স্কুলে পাঠ্য বিষয়ভিত্তিক গুরুত্ব বাড়াতে হবে। সমস্ত স্কুলেই কম্পিউটার প্রশিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে।"

ABOUT THE AUTHOR

...view details