কলকাতা, 8 মার্চ: আর উচ্চমাধ্যমিক পরীক্ষা নয়, এবার থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টারে ৷ এই বছর যাঁরা মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণিতে উঠবেন, তাঁরা প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবেন ৷ তাঁরাই যখন দ্বাদশ শ্রেণিতে যাবেন, অর্থাৎ 2026 সালে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল ৷ তবে সেখানে বেশ কিছু প্রশ্ন থেকে গিয়েছে ৷
সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাত্ত্বিক ঘোষ ৷ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় হওয়ায় অত্যন্ত খুশি সে ৷ তার কথায়, "এর ফলে সিবিএসসি বোর্ডের সঙ্গে আমাদের যে নম্বরের তারতম্য হয়, সেটা কমবে ৷ এমনকী আমাদের পুরো বছরে একটা মাত্র পরীক্ষা হবে ৷ এই যে চাপ থাকে, সেটাও কমবে ৷" তবে এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে একটি মিশ্র প্রতিক্রিয়া ৷ সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দেবজিত চক্রবর্তী ৷ তার মতে, "আমরা জয়েন্টের জন্য নিজেকে তৈরি করি ৷ তার মধ্যে যদি বছরে একটি পরীক্ষা হয় উচ্চমাধ্যমিক, তাহলে খুব একটা সমস্যা হয় না ৷"
নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, "এতে অনেকটাই সুবিধা হবে ৷ তার কারণ ছাত্রছাত্রীরা এবার ভেঙে ভেঙে পড়তে পারবে ৷ তার সঙ্গে সেইভাবে পরীক্ষাও দিতে পারবে ৷ তবে সমস্যাটা হচ্ছে সিলেবাস নিয়ে ৷ যত তাড়াতাড়ি সম্ভব যদি সিলেবাসটা এসে যায়, তাহলে পড়ুয়াদের সুবিধা হবে ৷ বহু ছাত্ররা আমাদের জিজ্ঞাসা করছেন তাঁরা কী পড়বেন ৷ চূড়ান্ত সিলেবাস না আসায় আমরা ঠিকমতো তাঁদের বলতে পারছি না ৷"