পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

18 বুথে ওয়েবকাস্টিং সম্ভব নয়, সমস্যায় নির্বাচন কমিশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Web Casting Issue: প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং হবে । যদিও নেটওয়ার্কের সমস্যা থাকায় জলপাইগুড়ির 18টি বুথে তা সম্ভব নয় ৷ ফলে সেখানে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 7:09 PM IST

জলপাইগুড়ি, 10 এপ্রিল: নির্বাচন কমিশনের নির্দেশ প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং করতে হবে । কিন্তু এতেই সমস্যায় পড়েছে জলপাইগুড়ি জেলার নির্বাচনী দফতর । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 18টি বুথে নেটওয়ার্কের সমস্যার জন্য ওয়েবকাস্টিং কোনওভাবেই সম্ভব নয় । বুধবার রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষককে এমনটাই জানালেন জেলাশাসক শামা পারভিন ।

এদিন বিশেষ পুলিশ পর্যবেক্ষক জানিয়েছেন, সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে । প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং হবে । যে বুথে ওয়েবকাস্টিং হবে না, সেখানে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে । জলপাইগুড়িতে লোকসভা ভোটের পর্যালোচনায় আসেন রাজ্যের স্পেশাল পুলিশ অবজার্ভার অনিল শর্মা । তিনি জেলাশাসক, পুলিশ সুপার ও শিলিগুড়ি পুলিশ কমিশনারকে নিয়ে বৈঠক করেন ।

জলপাইগুড়ি জেলা নির্বাচনী আধিকারিক শামা পারভিন জানান, আজ জলপাইগুড়িতে স্পেশাল পুলিশ পর্যবেক্ষক এসেছেন । তিনি বৈঠক করেছেন । এরপর আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৈঠক করবেন । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সবকিছু নিয়েই আলোচনা হয়েছে । স্পর্শকাতর বুথ ছাড়াও ইভিএম, পোলিং পার্সোনাল ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা করা হয়েছে ।

জলপাইগুড়ি জেলায় স্পর্শকাতর বুথ আছে 296টি ।

যার মধ্যে অতি স্পর্শকাতর বুথের সংখ্য়া 198টি ।

শামা পারভিন বলেন, "প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং করার নির্দেশ দিয়েছেন স্পেশাল অবজার্ভার । আমরা নেটওয়ার্ক সমস্যা নিয়েই আলোচনা করেছি । কিছু বুথ রয়েছে, যেখানে ওয়েবকাস্টিং করা যাবে না । সেখানে সিসিটিভি লাগানো হবে । আমাদের লোকসভা কেন্দ্রের 18টি বুথে নেটওয়ার্কের সমস্যা আছে । বিশেষ করে চা বাগান ও জঙ্গল এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে ওয়েবকাস্ট করা যাবে না ৷"

আরও পড়ুন:

  1. ভোটের আগে উত্তরবঙ্গের 3 জেলার সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের
  2. কমিশন কিভাবে বেছে নিচ্ছে আপনার বুথে ইভিএম, ভোট দেওয়ার আগে জেনে নিন
  3. শতায়ু ভোটারদের দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনের

ABOUT THE AUTHOR

...view details