পশ্চিমবঙ্গ

west bengal

নিম্নচাপের অবস্থান এখন কোথায় ? জেনে নিন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস - BENGAL WEATHER UPDATE

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 7:17 AM IST

West Bengal Weather Update: রাজ্য থেকে নিম্নচাপ দূরে সরে যাওয়ায় বদলাচ্ছে আবহাওয়া ৷ তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বৃষ্টি বিদায় নিয়েছে, এমনটা বলা যাচ্ছে না ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ? কী বলছে হাওয়া অফিস ?

Bengal Weather Update
বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই (নিজস্ব চিত্র)

কলকাতা, 18 সেপ্টেম্বর:গাঙ্গেয় বঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে দূরত্ব বাড়িয়েছে ৷ মঙ্গলবার তা আরও শক্তি হারিয়েছে ৷ এর জেরে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমেছে ৷ তবে এখনও রাজ্যে বৃষ্টি সক্রিয় বলে জানিয়েছে আলিপুুর আবহাওয়া দফতর ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকে এই নিম্নচাপের অবস্থান ছিল পুরুলিয়া থেকে 40 কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৷ আর বাঁকুড়া থেকে 50 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৷ সোমবার সকাল থেকেই ঘণ্টায় 12 কিলোমিটার বেগে গভীর নিম্নচাপটি সরছিল পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। সন্ধ্যায় তা ঝাড়খণ্ডে সরে যায়। ইতিমধ্যেই গভীর নিম্নচাপটি শক্তি হারায় ৷ মঙ্গলবার আরও শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হয়। ঝাড়খণ্ড এবং ছত্তিশগঢ়ের উত্তর অংশের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে রাজ্যের সঙ্গে দূরত্ব বাড়ে ৷

ভাদ্র পেরিয়ে বাংলা ক্যালেন্ডারে আশ্বিনের প্রবেশ ৷ ঋতু শরৎকাল। নীল আকাশে পেঁজা তুলোর মত সাদা মেঘের আনাগোনা শুরু হয়েছে ৷ তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বৃষ্টি বিদায় নিয়েছে, এমনটা বলা যাচ্ছে না ৷ চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সবজেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷

মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97 শতাংশ এবং সর্বনিম্ন 72 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details