কলকাতা, 18 সেপ্টেম্বর:গাঙ্গেয় বঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে দূরত্ব বাড়িয়েছে ৷ মঙ্গলবার তা আরও শক্তি হারিয়েছে ৷ এর জেরে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমেছে ৷ তবে এখনও রাজ্যে বৃষ্টি সক্রিয় বলে জানিয়েছে আলিপুুর আবহাওয়া দফতর ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকে এই নিম্নচাপের অবস্থান ছিল পুরুলিয়া থেকে 40 কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৷ আর বাঁকুড়া থেকে 50 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৷ সোমবার সকাল থেকেই ঘণ্টায় 12 কিলোমিটার বেগে গভীর নিম্নচাপটি সরছিল পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। সন্ধ্যায় তা ঝাড়খণ্ডে সরে যায়। ইতিমধ্যেই গভীর নিম্নচাপটি শক্তি হারায় ৷ মঙ্গলবার আরও শক্তি হারিয়ে তা নিম্নচাপে পরিণত হয়। ঝাড়খণ্ড এবং ছত্তিশগঢ়ের উত্তর অংশের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে রাজ্যের সঙ্গে দূরত্ব বাড়ে ৷