পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'রেমাল' এখন গভীর নিম্নচাপ, দক্ষিণে আবহাওয়ার উন্নতি হলেও বৃষ্টির দাপট উত্তরে - Weather Update of West Bengal

West Bengal Weather Report: দক্ষিণবঙ্গের পর উত্তরে এবার শঙ্কার মেঘ ৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ দক্ষিণ আপাতত রেহাই পেলেও গভীর নিম্নচাপে পরিণত হওয়া 'রেমাল'-এর প্রভাবে উত্তরের পাঁচ জেলায় আজ, ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷

West Bengal Weather Report
মঙ্গল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি, জানাল হাওয়া অফিস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 7:56 AM IST

Updated : May 28, 2024, 8:21 AM IST

কলকাতা, 28 মে:ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বানভাসি কলকাতা-সহ দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর ৷ রবিবার থেকে আকাশের মুখ ভার ছিল ৷ গতকালও সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে দক্ষিণে ৷ আলিপুর জানিয়েছে, আজ, মঙ্গলবার আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে।

বৃষ্টি বাড়বে উত্তরে, জানাল হাওয়া অফিস (ইটিভি ভারত)
  • আবহাওয়ার উন্নতির সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের বর্তমান অবস্থান এখন কোথায়?

আলিপুর জানিয়েছে, এপার বাংলা ছেড়ে ঘূর্ণিঝড় রেমাল এখন ওপার বাংলার উপর অবস্থান করছে। গত ছয় ঘণ্টায় 20 কিলোমিটার প্রতি ঘণ্টায় পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। সে আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷

আরও পড়ুন:ঘূর্ণিঝড় রেমালে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ! বুধবার দুই 24 পরগনা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই। তবে, দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে। অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। বঙ্গের সব জেলায় আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামিকাল থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2 জুন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গের বাকি জেলায় সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আগামিকালও ঝোড়ো হাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে ৷ তবে তা দক্ষিণবঙ্গের জন্য নয়, উত্তরবঙ্গের জন্য। দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া 80 থেকে 90 কিলোমিটার বেগে বইবে।

আরও পড়ুন:জলমগ্ন কলকাতা মেডিক্যাল কলেজ ! নেই রোগীদের ভিড়, ফুটবলে মাতলেন পড়ুয়ারা

Last Updated : May 28, 2024, 8:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details