কলকাতা, 19 জানুয়ারি: পৌষে দেখা মেলেনি কনকনে ঠান্ডার ৷ বরং, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গে প্রবেশ করতে পারেনি উত্তরের হিমেল হাওয়া ৷ আশা ছিল মাঘের শুরুতে দাপট দেখাবে শীত ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেই আশাও ক্ষীণ ৷
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঠান্ডার আপাতত প্রত্যাবর্তন নেই । বরং, রয়েছে বৃষ্টির ভ্রুকুটি । পশ্চিমী ঝঞ্ঝার কারণে নতুন সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে । সুতরাং, শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডার আপাতত কোনও সম্ভাবনা নেই । আগামী 5 দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । ফলে, পৌষের পর মাঘেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা ক্রমশ কমছে । অবশ্য, ঠান্ডার প্রাদুর্ভাব না-থাকলেও কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয়বঙ্গ এবং হিমালয়ের পাদদেশ অঞ্চলে আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও হেরফের নেই । তবে তারপর ফের পারদ পতন হয় কি না, সেটাই দেখার ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, 24 জানুয়ারি অর্থাৎ শুক্রবার দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে । তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে 24 জানুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্র 25 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ ভোরে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা ৷ শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 0.7 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 87 শতাংশ এবং সর্বনিম্ন 54 শতাংশ।