কলকাতা, 17 জানুয়ারি: শনিবার অর্থাৎ 18 জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বঙ্গে ৷ তবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে উত্তর ভারতে। গত দু'দিনের তুলনায় তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে ৷ পূর্বাভাস মতই উত্তুরে হাওয়ার উপস্থিতি রয়েছে ৷ ফলে ঠান্ডার অনুভূতি থাকবে। সেই সঙ্গে থাকবে ভোরে কুয়াশার দাপট।
কুয়াশার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে। উত্তরের 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও কুয়াশার সম্ভাবনা ৷ কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ, শুক্রবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন হলেও বেলার দিকে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি ও 15 ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী 4-5 দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই ৷ পারদ পতনেরও সম্ভাবনা কম। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।
সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4-5 দিন একই রকম থাকবে ৷ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া বাধা দিয়েছে পৌষে জমিয়ে শীতে। মাঘের শুরুতে অবাধ উত্তুরে হাওয়ায় বাধার কারণ পশ্চিমী ঝঞ্ঝা। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ থাকবে। সপ্তাহের শেষে শীতের আমেজ একটু বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷