পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাঘেও কনকনে শীতে বাধা পশ্চিমী ঝঞ্ঝা, কমতে পারে কলকাতার তাপমাত্রা - WEATHER REPORT OF BENGAL

কলকাতার সামান্য কমে তাপমাত্রা। 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

WEST BENGAL WEATHER FORECAST
মাঘেও কনকনে শীতে বাধা পশ্চিমী ঝঞ্ঝা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 6:52 AM IST

কলকাতা, 17 জানুয়ারি: শনিবার অর্থাৎ 18 জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বঙ্গে ৷ তবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে উত্তর ভারতে। গত দু'দিনের তুলনায় তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে ৷ পূর্বাভাস মতই উত্তুরে হাওয়ার উপস্থিতি রয়েছে ৷ ফলে ঠান্ডার অনুভূতি থাকবে। সেই সঙ্গে থাকবে ভোরে কুয়াশার দাপট।

কুয়াশার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে। উত্তরের 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও কুয়াশার সম্ভাবনা ৷ কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ, শুক্রবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন হলেও বেলার দিকে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি ও 15 ডিগ্রির আশেপাশে থাকবে। আগামী 4-5 দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই ৷ পারদ পতনেরও সম্ভাবনা কম। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।

সর্বনিম্ন তাপমাত্রা আগামী 4-5 দিন একই রকম থাকবে ৷ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া বাধা দিয়েছে পৌষে জমিয়ে শীতে। মাঘের শুরুতে অবাধ উত্তুরে হাওয়ায় বাধার কারণ পশ্চিমী ঝঞ্ঝা। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ থাকবে। সপ্তাহের শেষে শীতের আমেজ একটু বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা (নিজস্ব চিত্র)

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে 50 মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জেলাতে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা 200 মিটারে নীচে থাকবে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা থাকবে প্রায় সব জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা।

কলকাতার সামান্য কমে তাপমাত্রা। 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ তাই বেড়েছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন 14-15 ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে পারদ ৷

দক্ষিণবঙ্গে থাকবে কুয়াশা (নিজস্ব চিত্র)

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রী বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96 শতাংশ এবং সর্বনিম্ন 49 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details