জলপাইগুড়ি, 3 এপ্রিল: পেশায় তিনি চিকিৎসক ৷ 2019 লোকসভা নির্বাচনের আগে পেশ করা হলফনামায় আয়ের সম্পূর্ণ উৎস হিসেবে একমাত্র চিকিৎসাকেই পেশা হিসেবে চিহ্নিত করেছিলেন জয়ন্ত রায় ৷ পাঁচ বছর বাদে এসে সেই পেশা না-বদলালেও আয়ের নতুন একটি উৎস খুঁজে পেয়েছেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত রায় ৷ দিনকয়েক আগে পেশ করা হলফনামায় গানকে আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন বিজেপি'র এই চিকিৎসক প্রার্থী ৷
নয়া আয়ের এই উৎসের জেরে কতটা ফুলেফেঁপে উঠেছেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ? সেই খোঁজই নিল ইটিভি ভারত ৷ হিসেব বলছে জলপাইগুড়ি কেন্দ্রের মূল তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন সম্পত্তির দিক থেকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় এবং বিজেপি প্রার্থী জয়ন্ত রায়কে টেক্কা দিয়েছেন ৷ তবে স্থাবর-অস্থাবর মিলিয়ে বিদায়ী সাংসদ তথা চিকিৎসক-গায়ক জয়ন্ত রায়ও যে খুব পিছিয়ে রয়েছেন তা বলা যাবে না ৷ বরং গতবছর লোকসভার নিরিখে স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে খানিক স্ফীতই হয়েছেন তিনি ৷ একনজরে জলপাইগুড়ির বিদায়ী সাংসদের সঞ্চয়-সম্পত্তি ৷
- 2024 সালের হিসেব:
হলফনামা অনুযায়ী প্রার্থীর হাতে নগদ রয়েছে 20 হাজার টাকা ৷
স্ত্রী দেবযানী রায়ের হাতে রয়েছে 20 হাজার টাকা ৷
অস্থাবর সম্পত্তি:
ব্যাঙ্ক-বিমা-80 গ্রাম সোনা,চআর চাকার গাড়ি মিলিয়ে 28 লক্ষ 2 হাজার 377 টাকা।
স্ত্রী'র রয়েছে 350 গ্রাম সোনা, ব্যাঙ্ক-বিমা-সোনা মিলিয়ে গচ্ছিত প্রায় 26 লক্ষ 56 হাজার 974 টাকা ৷