পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নগদ কমলেও সম্পত্তিতে কিঞ্চিৎ স্ফীত হয়েছেন বিজেপির জয়ন্ত রায়, রইল হলফনামা - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: নগদ কমেছে বটে, কিন্তু সম্পত্তির হিসেব কষতে বসলে গত লোকসভা নির্বাচনের তুলনায় স্থাবর-অস্থাবর মিলিয়ে স্ফীত হয়েছেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ ৷ একনজরে জলপাইগুড়ির বিজেপি প্রার্থীর সঞ্চয়-সম্পত্তির হিসেব ৷

Lok Sabha Election 2024
হলফনামায় জয়ন্ত রায়ের সম্পত্তির খতিয়ান

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 8:11 PM IST

জলপাইগুড়ি, 3 এপ্রিল: পেশায় তিনি চিকিৎসক ৷ 2019 লোকসভা নির্বাচনের আগে পেশ করা হলফনামায় আয়ের সম্পূর্ণ উৎস হিসেবে একমাত্র চিকিৎসাকেই পেশা হিসেবে চিহ্নিত করেছিলেন জয়ন্ত রায় ৷ পাঁচ বছর বাদে এসে সেই পেশা না-বদলালেও আয়ের নতুন একটি উৎস খুঁজে পেয়েছেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ জয়ন্ত রায় ৷ দিনকয়েক আগে পেশ করা হলফনামায় গানকে আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন বিজেপি'র এই চিকিৎসক প্রার্থী ৷

নয়া আয়ের এই উৎসের জেরে কতটা ফুলেফেঁপে উঠেছেন জলপাইগুড়ির বিদায়ী সাংসদ? সেই খোঁজই নিল ইটিভি ভারত ৷ হিসেব বলছে জলপাইগুড়ি কেন্দ্রের মূল তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন সম্পত্তির দিক থেকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় এবং বিজেপি প্রার্থী জয়ন্ত রায়কে টেক্কা দিয়েছেন ৷ তবে স্থাবর-অস্থাবর মিলিয়ে বিদায়ী সাংসদ তথা চিকিৎসক-গায়ক জয়ন্ত রায়ও যে খুব পিছিয়ে রয়েছেন তা বলা যাবে না ৷ বরং গতবছর লোকসভার নিরিখে স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে খানিক স্ফীতই হয়েছেন তিনি ৷ একনজরে জলপাইগুড়ির বিদায়ী সাংসদের সঞ্চয়-সম্পত্তি ৷

  • 2024 সালের হিসেব:

হলফনামা অনুযায়ী প্রার্থীর হাতে নগদ রয়েছে 20 হাজার টাকা ৷

স্ত্রী দেবযানী রায়ের হাতে রয়েছে 20 হাজার টাকা ৷

অস্থাবর সম্পত্তি:

ব্যাঙ্ক-বিমা-80 গ্রাম সোনা,চআর চাকার গাড়ি মিলিয়ে 28 লক্ষ 2 হাজার 377 টাকা।

স্ত্রী'র রয়েছে 350 গ্রাম সোনা, ব্যাঙ্ক-বিমা-সোনা মিলিয়ে গচ্ছিত প্রায় 26 লক্ষ 56 হাজার 974 টাকা ৷

স্থাবর সম্পত্তি:

জমি বাড়ি কৃষিজমি নিয়ে 30 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে জয়ন্ত রায়ের নামে ৷

স্ত্রী'র নামে রয়েছে জমি ও বাড়ি মিলে 91 লক্ষ টাকার সম্পত্তি।

  • 2019-এর হিসেব

হাতে নগদ ছিল 40 হাজার টাকা।
স্ত্রী'র হাতেও ছিল 40 হাজার টাকা

অস্থাবর সম্পত্তি:
ব্যাঙ্ক, বিমা, 50 গ্রাম সোনা, চারচাকা গাড়ি মিলিয়ে 14 লক্ষ 62 হাজার 412 টাকা।
স্ত্রী'র রয়েছে 40 গ্রাম সোনা, ব্যাঙ্ক, বিমা, সোনা মিলিয়ে প্রায় 15 লক্ষ 4 হাজার 236 টাকা গচ্ছিত আছে।

স্থাবর সম্পত্তি:
জমি, বাড়ি, কৃষিজমি নিয়ে 21 লক্ষ 16 হাজার 750 টাকার সম্পত্তি রয়েছে জয়ন্ত কুমার রায়ের ৷
জমি ও বাড়ি মিলে জয়ন্ত রায়ের স্ত্রী'র সম্পত্তির পরিমাণ 63 লক্ষ 79 হাজার 600 টাকা।

2019 লোকসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয়চন্দ্র বর্মনকে দেড় লক্ষেরও বেশি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছিলেন জয়ন্ত কুমার রায় ৷ প্রতিশ্রুতির সিংহভাগই গত পাঁচ বছরে তিনি পূরণ করেছেন বলে দাবি ৷ যার মধ্যে অন্যতম হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ ৷ পাঁচ বছরের রিপোর্ট কার্ড বিজেপি'র চিকিৎসক প্রার্থীর পক্ষে কতোটা সহায় হয়, সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের
  2. রেল পরিবহণে বিকাশ, আক্ষেপ শিল্পতালুক নিয়ে; জয়ন্ত রায়ের 5 বছরের খতিয়ান

ABOUT THE AUTHOR

...view details