বালুরঘাট, 8 এপ্রিল: একসময় বালুরঘাট কেন্দ্রজুড়ে উড়ত কোদাল-বেলচার ঝান্ডা ৷ পলাশ বর্মন, রণেন বর্মনরা একের পর এক নির্বাচনে জয় পেয়েছেন এই কেন্দ্র থেকেই ৷ কিন্তু রাজ্যে পালাবদলের পর এই কেন্দ্রেও লাল রং ফিকে হতে শুরু করে ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে আরএসপি'র দুর্গ ভেঙে জয় পান তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ৷ 2019 সালের ভোটে ফুল বদলে গেলেও কোদাল-বেলচার কোপ মাটির লাল রং ফিরিয়ে আনতে পারেনি ৷ 2024 সালের নির্বাচনেও এই আসন আরএসপির হাতেই তুলে দিয়েছে বাম নেতৃত্ব ৷ প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক জয়দেবকুমার সিদ্ধান্ত ৷ মনোনয়ন পর্ব শেষ করে ইতিমধ্যেই প্রচারে ঝাঁপ দিয়েছেন তিনি ৷
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় জয়দেববাবু জানিয়েছেন, 2022-23 অর্থবর্ষে তাঁর আয় ছিল 2 লক্ষ 71 হাজার 80 টাকা ৷ 2019-20 সালে অবশ্য তাঁর আয় ছিল 4 লাখ 99 হাজার 200 টাকা ৷ তিনি একাই পরিবারে উপার্জনকারী ৷ তাঁর স্ত্রীয়ের কোনও আয় নেই ৷ বর্তমানে তাঁর হাতে পাঁচ হাজার টাকা ও তাঁর স্ত্রীর হাতে দু’হাজার টাকা নগদ অর্থ রয়েছে ৷
ব্যাঙ্ক ও কোঅপারেটিভ সোসাইটিতে তাঁর মোট সঞ্চিত রয়েছে 4 লাখ 45 হাজার 258 টাকা ৷ তাঁর স্ত্রীয়ের সঞ্চিত রয়েছে তিন লাখ নয় হাজার 935 টাকা ৷ এছাড়াও তাঁর নামে সাত লাখ 50 হাজার টাকা এবং তাঁর স্ত্রীর নামে পাঁচ লাখ 50 হাজার টাকার বন্ড কেনা রয়েছে ৷ জীবনবিমা, এনএসসি ও পোস্ট অফিসে তাঁর গচ্ছিত রয়েছে দু’লাখ 16 হাজার তিন টাকা ৷ তাঁর স্ত্রীর নামে তিন লাখ 60 হাজার টাকার জীবনবিমা করা রয়েছে ৷ তাঁর ব্যক্তিগত 51 হাজার 750 টাকার ঋণ রয়েছে বলেও প্রার্থী হলফনামায় জানিয়েছেন ৷