কলকাতা, 12 মে: একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা বৃদ্ধি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । একলাফে ডিএ গেটিং স্কুলগুলির আসন সংখ্যা বৃদ্ধি করা হল 400 । এতদিন তার সংখ্যা ছিল 300 । এখন তার আসন সংখ্যা বাড়ানো হল । কিন্তু এর জন্য অনুমতি নিতে হবে জেলা পরিদর্শকদের থেকে । তবে এর সঙ্গে বলা হয়েছে, সরকার এবং সরকার পোষিত স্কুলগুলোর আসন সংখ্যা বাড়ানো হল 300টি । তবে যদি এরও বেশি ছাত্র-ছাত্রী ভর্তি করতে চায় কোনও স্কুল তাহলে জেলা পরিদর্শকের অনুমতি নিতে হবে ।
স্কুলগুলোর আসন সংখ্যা বাড়ানো নিয়ে ইতিমধ্যেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল । যেহেতু বহু বিষয় যুক্ত হচ্ছে তাই বিভিন্ন স্কুল আসন সংখ্যা বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিল । সেই আবেদনেই সাড়া দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কিন্তু এই আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি বলা হয়েছে কেউ যদি 400-রও বেশি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করতে চায় তাহলে তখন তাকে সংসদের আঞ্চলিক দফতরের অনুমতি নিতে হবে ।