পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ল একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীমা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ - WBCHSE Board

WBCHSE: উচ্চমাধ্যমিকে বসতে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্য একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল সংসদ ৷ বিজ্ঞপ্তি দিয়ে বর্ধিত সময়সীমা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ দেখে নিন সংসদের দেওয়া বিজ্ঞপ্তি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 7:23 AM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: পরীক্ষা শুরু হয়ে গেলেও এখনও অনেক পড়ুয়ারই রেজিস্ট্রেশন হয়নি ৷ সেই কারণে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বাড়ানো হল রেজিস্ট্রেশনের সময়সীমা । দেওয়া হল আরও তিন দিন । সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে ৷

সেখানে বলা হয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়াদের এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি ৷ আগামী 14 থেকে 16 মার্চ পর্যন্ত তাঁদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে । নতুন এই বিজ্ঞপ্তির জন্য স্কুলের প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট স্কুলের প্রতিনিধিদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক অফিসে যেতে হবে । সেখানেই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৷

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি
ভর্তির শুরুতেই একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার নিয়ম । যা দরকার লাগে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাতেও । কিন্তু ইতিমধ্যেই একাদশের বার্ষিক পরীক্ষা শুরু হলেও এখনও বহু পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়নি । আর তা না হলে সমস্যা তৈরি হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় । সেই সমস্যা যাতে না হয় তাই সময় বাড়িয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সুযোগ দিল সংসদ । এই বিষয়ে সংসদের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত যে স্কুলের পড়ুয়াদের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন হয়নি, সেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষা প্রতিনিধিদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যেতে হবে । একাদশ শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পর 14 মার্চ (বৃহস্পতিবার) থেকে 16 মার্চ (শনিবার) পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে । এই দিনগুলিতে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা যাবে । পরীক্ষার্থীদের যাতে উচ্চমাধ্যমিকে বসতে অসুবিধে না হয় সেই কারণে রেজিস্ট্রেশনের দিন বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছে সংসদ ৷

আরও পড়ুন :

  1. পাইপ-জলের বোতল দিয়ে মাত্র 6 হাজার টাকায় বাইক বানাল বীরভূমের একাদশ শ্রেণির ছাত্র
  2. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  3. রেজিস্ট্রেশনে থাকা ভুল সংশোধনে দেরি, বাড়তি টাকা স্কুলকেই দেওয়ার নির্দেশ পর্ষদের

ABOUT THE AUTHOR

...view details