কলকাতা, 20 ফেব্রুয়ারি: পরীক্ষা শুরু হয়ে গেলেও এখনও অনেক পড়ুয়ারই রেজিস্ট্রেশন হয়নি ৷ সেই কারণে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বাড়ানো হল রেজিস্ট্রেশনের সময়সীমা । দেওয়া হল আরও তিন দিন । সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে ৷
বাড়ল একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীমা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ - WBCHSE Board
WBCHSE: উচ্চমাধ্যমিকে বসতে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় তার জন্য একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়াল সংসদ ৷ বিজ্ঞপ্তি দিয়ে বর্ধিত সময়সীমা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ দেখে নিন সংসদের দেওয়া বিজ্ঞপ্তি ৷
Etv Bharat
Published : Feb 20, 2024, 7:23 AM IST
সেখানে বলা হয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়াদের এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি ৷ আগামী 14 থেকে 16 মার্চ পর্যন্ত তাঁদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে । নতুন এই বিজ্ঞপ্তির জন্য স্কুলের প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট স্কুলের প্রতিনিধিদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক অফিসে যেতে হবে । সেখানেই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৷
আরও পড়ুন :