পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত সকলেই পাবেন মোটা টাকা, সিদ্ধান্ত সংসদের

নতুন ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷ পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে দেওয়া হবে সাম্মানিক পুরস্কার ৷ বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ৷

HIGHER SECONDARY EXAMINATION 2025
নয়া সিদ্ধান্ত সংসদের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 5:52 PM IST

কলকাতা, 2 নভেম্বর: উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্তরা এবার থেকে বিশেষ সাম্মানিক আর্থিক পুরস্কার পাবেন ৷ এমনটাই ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ প্রথমবারের জন্য তারা সাম্মানিক পুরস্কার দিতে চলেছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত থাকা সকল ব্যক্তিকে সাম্মানিক এই পুরস্কার দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও মধ্যশিক্ষা পর্ষদ দু'বছর ধরে সাম্মানিক পুরস্কার দেওয়া শুরু করেছে। এমনকী সংসদ এতদিন শুধুমাত্র ডিআইদের আর্থিক পুরস্কার দিত। তবে 2025 সালের উচ্চমাধ্যমিকের জন্য এটি একেবারে নতুন। এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত সকলকেই সাম্মানিক পুরস্কার দেওয়া হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তে খুশির ছোঁয়া শিক্ষামহলে ৷

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ডিআই-রা পাবেন 20 হাজার টাকা। জয়েন্ট কনভেনররা পাবেন 2500 টাকা। তার অধীনে থাকা ডিএসি-রা পাবেন 1500 টাকা। পরীক্ষার ভেন্যুর দায়িত্বে থাকা কাউন্সিল নমিনি পাবেন 600 টাকা । সেন্টার ইনচার্জ পাবেন 1500 টাকা। ভেন্যু সুপারভাইজারও পাবেন 1500 টাকা। আর যারা প্রশ্ন দেখভাল করবেন, তাঁরা পাবেন 700 টাকা। এই বিষয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "পরীক্ষা সংক্রান্ত খরচ বাবদ শুধুমাত্র ডিআইদের অর্থ দেওয়া হত। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা যুক্ত থাকেন। সেই দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত।"

2025 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের তিন তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে। পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে এবং শেষ হবে 1টা 15 মিনিট নাগাদ। তবে এ বছরই শেষবার হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কারণ এরপর থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতি। যা ইতিমধ্যেই একাদশ শ্রেণিতে শুরু হয়ে গিয়েছে ৷ বছরে দু'বার হবে পরীক্ষা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রথমে বলা হয়েছিল, প্রথম ও তৃতীয় সেমিস্টারের অনুত্তীর্ণ হলেও দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে বসতে পারবে সেই পরীক্ষার্থী। পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছিল, সেই সময় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানের উন্নতি নিয়ে ৷

তারপরেই নতুন করে বিবেচনা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরবর্তী সময় বলে দেওয়া হয় প্রথমে এই নিয়ম না-থাকলেও বর্তমানে পড়ুয়াদের চারটি সেমিস্টারের প্রত্যেকটিতে ন্যূনতম পাশ নম্বর পেতে হবে। যদি কেউ একটা সেমেস্টারেও তার কম নম্বর পায়, তাহলে পরের সেমেস্টারের সে অংশ নিতে পারবে না।

ABOUT THE AUTHOR

...view details