কলকাতা, 2 জুলাই:সরকারি বই বিক্রি হচ্ছে খোলা বাজারে । এই অভিযোগ নিয়ে এবার থানার দ্বারস্থ হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগটি দায়ের করেছেন খোদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । সরকারের অনুমতি ছাড়া বাজারে কীভাবে সরকারি বই বিক্রি হচ্ছে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে পুলিশ আধিকারিকদের খতিয়ে দেখতে আর্জি জানিয়েছেন তিনি ।
মূলত উচ্চমাধ্যমিকের পাঠ্যবই স্কুল থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দেওয়া হয় । সেই বই দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে । কিন্তু এই শিক্ষাবর্ষের শুরু থেকেই সরকারি বইয়ের যোগান কম বলে অভিযোগ উঠেছিল । সেই অবস্থায় দাঁড়িয়ে পিডিএফ পড়ানো হচ্ছিল ছাত্র-ছাত্রীদের । অপরদিকে যখন স্কুলে পর্যাপ্ত পরিমাণে বই পৌঁছতে পারছে না, তখন সেই বই খোলা বাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠছে ৷ কলেজ স্ট্রিটের বই বাজার থেকে 500 টাকা মূল্যে এই সরকারি বই কিনছেন ছাত্রছাত্রীরা, যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে হয়েছে ।