কলকাতা, 10 ফেব্রুয়ারি: বাসযাত্রীদের সুবিধার্থে পরিবহণ দফতর চালু করেছিল পথদিশা অ্যাপ । তবে ফের আরও একটি নতুন অ্যাপ আনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দফতর । এখনও তার নাম ঠিক করা হয়নি । যেটি হবে পথদিশার থেকেও আধুনিক ৷ একাধিক ফিচার থাকবে নয়া অ্যাপে ৷ যা যাত্রীদের অনেক সুবিধা প্রদান করবে বলে দাবি পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর । তবে নয়া অ্যাপ কতটা যাত্রীদের কাজে আসবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাস মালিক সংগঠন প্রতিনিধিরা ।
সোমবার এই নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর, পরিবহণ ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠক হয় কলকাতা কর্পোরেশনে । যেখানে উপস্থিত ছিলেন কলকাতা-হাওড়া ও বিধাননগর কর্পোরেশনের শীর্ষকর্তারা, ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের আধিকারিকরা । রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, লালবাজার, হাওড়া ও বিধাননগর কমিশনারেট আধিকারিকরাও এই বৈঠকে যোগ দেন । এই বৈঠক থেকেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।
বৈঠক সূত্র খবর, রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । তার মধ্যে একটি হল যাত্রী সুবিধা । সেই লক্ষ্যেই এই নয়া অ্যাপ । এটি পথদিশার থেকেও অনেক আধুনিক । বর্তমানে লোকাল বা দূরপাল্লার ট্রেনের অবস্থান, কোচ জানার জন্য বেসরকারি স্তরে অ্যাপ চালু আছে । যাতে খুব সহজেই যাত্রীরা তার গন্তব্যে যাওয়ার জন্য কখন, কতগুলো ট্রেন, কোন সময় পৌঁছবে বা কখন ছাড়বে খুঁটিনাটি জানতে পারেন । এবার পরিবহনের অ্যাপও অনেকটা সেই ধাঁচের হবে ।