মেধাতালিকায় দশম কমলা গালর্স বিদ্যামন্দিরের ছাত্রী (Reporter) কলকাতা, 2 মে:প্রকাশিত হল এই বছরের মাধ্যমিকের ফলাফল। মেধাতালিকা প্রকাশ করেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । এই বছর পরীক্ষায় পাশের হার 86.31 শতাংশ । গত বছর পাশের হার ছিল 86.15 শতাংশ । ফলে গত বছরের তুলনায় এই বছর 0.16 শতাংশ বেড়েছে পাশের হার । পাশাপাশি এই বছর কমেছে মেধাতালিকায় পড়ুয়ার সংখ্যাও । গতবছর মাধ্যমিকের মেধাতলিকায় স্থান পেয়েছিল 118 জন, যা এই বছরে দাঁড়িয়েছে 57 জনে । তার সঙ্গে এই বছর ফের মেধাতালিকায় ফিরে এল কলকাতা।
গত বছর কলকাতার কোন পড়ুয়ার মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা পায়নি। এখানে দাঁড়িয়ে এই বছর কলকাতা থেকে প্রথম এবং মেধাতালিকায় দশম হয়েছেন কমলা গালর্সের ছাত্রী সোমদত্তা সামন্ত ৷ তার প্রাপ্ত নম্বর 684 । অন্যদিকে এই বছর কলকাতায় পাশের হার 91.62 শতাংশ । যেখানে ছাত্রদের পাশের হার 92.74 শতাংশ ৷ আর ছাত্রীদের পাশের হার 90.66 শতাংশ।
তবে কেন আস্তে আস্তে পিছিয়ে পড়ছে কলকাতা, সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "আমার ধারণা কলকাতার নামজাদা স্কুলগুলোর মতো আগে জেলায় এরকম স্কুল ছিল না । এখন সমস্ত জেলায় কলকাতার মত ভালো স্কুল তৈরি হয়েছে । সব জায়গায় অংশ নিচ্ছে পড়ুয়ারা ৷ আগের তুলনায় অনেক পরিমাণে প্রতিযোগিতা বেড়েছে । আমরা সব বিতর্ক ভুলে এটা দেখতে পারি যে, সকল ছাত্রছাত্রী তাদের ক্ষমতা মতো চেষ্টা করছে । তবে আমি বলব সারা রাজ্য যেভাবে এগোচ্ছে সেভাবে কলকাতাও এগিয়ে যাচ্ছে।"
কমলা গার্লস স্কুলের টিচার ইনচার্জ মিঠু বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকে আমাদের কাছে গর্বের দিন । মেধাতালিকার মধ্যে শুধু কলকাতায় আমরা স্থান পেয়েছি ৷ এটা তো আমাদের হাতে নেই । তবে প্রথমশ্রেণি থেকেই সোমদত্তা আমাদের স্কুলে পড়ত । বরাবর পড়াশোনায় ভালো । আমরা ওর থেকে এরকম একটা ফলাফল আশাও করেছিলাম ।"
আরও পড়ুন:
- মেধাতালিকায় 6 জন, মাধ্যমিকে ফের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার
- প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, প্রথম দশে 57 জন; রইল মেধাতালিকা
- মাধ্যমিকে প্রথম হয়েও চরম উৎফুল্ল নয়, ভবিষ্যতে কী হতে চায় চন্দ্রচূড় ?