পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ক্রুটিনির পর নতুন করে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় আরও 12 জন - WB HS RESULT 2024 - WB HS RESULT 2024

West Bengal HS Result Merit List: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের এক সপ্তাহের মধ্যে বদলে গেল মেধাতালিকা ৷ শুধু তাই নয়, নতুন করে প্রথম দশে জায়গা পেয়েছে আরও 12 জন ছাত্রছাত্রী । ফলে এবারের মেরিট লিস্টে পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়াল 70 ।

West Bengal HS Result Merit List
উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় আরও 12 জন (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 10:40 PM IST

কলকাতা, 16 মে: উচ্চমাধ্য়মিকের ফলপ্রকাশের আটদিনের মাথায় বদলে গেল মেধাতালিকা ৷ রিভিউ স্ক্রুটিনির পর মেধাতালিকায় 12 জন পড়ুয়া । এছাড়াও মেধাতালিকায় তিনজনের স্থান বদলে গেল । পঞ্চম স্থানাধিকারী অঙ্কিতা পাল উঠে এলেন তৃতীয়তে, ষষ্ঠ স্থানাধিকারী অভ্রকিশোর ভট্টাচার্য স্থান পেলেন পঞ্চমে এবং বৃষ্টি পাল নবম স্থানাধিকারী উঠে এলেন সপ্তমে । তাঁদের সঙ্গে রয়েছে আরও নতুন 12 জনের নাম । সব মিলিয়ে বর্তমানে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় পড়ুয়ার সংখ্যা 58 থেকে বেড়ে দাঁড়াল 70। স্ক্রুটিনি ও রিভিউয়ের ভিত্তিতে এই ফলাফল হয়েছে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

নতুন করে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন অষ্টম স্থানাধিকারী সাগ্নিক চক্রবর্তী । নবম স্থানে এসেছেন তিনজন । তাঁরা হলেন সাগ্নিক কুমার দে, তৃষা কুণ্ডু এবং শ্রেয়াশ্রী ঘোষ । সঙ্গে নতুন করে দশম স্থান অধিকার করেছেন 8 জন । তাঁদের সকলের প্রাপ্ত নম্বর 487 । তবে এটা শুধুমাত্র তৎকালের ফলাফল প্রকাশ পেল ৷ এই বছর উচ্চমাধ্যমিকের অন্যতম বিষয় ছিল 'তৎকাল' পরিষেবা । স্ক্রুটিনি এবং রিভিউতে নতুন পরিষেবা চালু করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এই তৎকাল ব্যবস্থায় এই বছর 22 হাজার 836টি বিষয়ভিত্তিক আবেদন জমা পড়ে ।

বৃহস্পতিবার তার প্রথম ধাপের ফলাফল প্রকাশ হল । তাতেই তিনজনের স্থান পরিবর্তন হয়েছে । এঁদের মধ্যে একজন রিভিউয়ের পর চলে এসেছেন প্রথম তিনের মধ্যে । 5 হাজার 469 জনের ফলে বদল এল । মূলতই তৎকাল প্রক্রিয়ার ফলে আবেদনের সাত দিনের মধ্যে ফলাফল হাতে পাবে বলে জানানো হয়েছিল ৷ এই প্রক্রিয়ার আবেদনের সময়সীমা ছিল গত 10 তারিখ দুপুর 2টো থেকে 13 তারিখ মধ্যরাত পর্যন্ত ।

আরও পড়ুন:

  1. রিভিউতে সাফল্য ! উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় বালুরঘাটের জয়দীপ সামন্ত
  2. শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ! স্বপ্নপূরণে আর্জি সরকারি সাহায্যের
  3. উচ্চমাধ্যমিকে সফল চা শ্রমিকের মেয়ে, স্বপ্ন সরকারি আমলা হওয়ার

ABOUT THE AUTHOR

...view details