কলকাতা, 18 জুলাই: আসন্ন বিধানসভার অধিবেশনে তিন ফৌজদারি আইনের বিরুদ্ধে প্রস্তাব নিয়ে আসবে রাজ্য সরকার । এই নিয়ে সাত সদস্যের কমিটি গড়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরেই এবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্যের কমিটি গঠন নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷
মুম্বই থেকে কলকাতা ফেরার পথেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, তিন ফৌজদারি আইনের বিরুদ্ধে প্রস্তাব নিয়ে আসবে রাজ্য সরকার ৷ তার আগে রাজ্য সরকারের তরফে তিন আইন পর্যালোচনা করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে । যেই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম সরকার । এই কমিটির কাজ হল, তিন আইন খতিয়ে দেখে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়া ৷ সেই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে রাজ্য এবং রাজভবন সংঘাত ।
এই কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷ সিভি আনন্দ বোসের কথায়, দেশের আইন সংহিতা নিয়ে এভাবে পদক্ষেপ নেওয়া যায় না । সোশাল মিডিয়ায় এই কমিটি গঠন নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল ৷ এক্সে এই নিয়ে পোস্ট করা হয়েছে রাজভবনের হ্যান্ডেল থেকে ৷ সেখানে লেখা হয়েছে, ‘হঠাৎ করে তিন ফৌজদারি আইন খতিয়ে দেখার জন্য কেন কমিটি গঠন করা হল ! ওই কমিটির কী ভূমিকা হতে চলেছে তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল । একই সঙ্গে তিনি আরও জানতে চেয়েছেন, কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সরকার সময়মতো জবাব দিয়েছিল কি না ।’ বানানা রিপাবলিকের প্রসঙ্গ টেনে বলা হয়েছে রাষ্ট্রের মধ্যে আলাদা রাষ্ট্র হয়ে উঠতে পারে না বাংলা ।