পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাদুঘরে বোমাতঙ্কের জের ! সমস্ত সংস্কৃতি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা মজবুতের নির্দেশ রাজ্যপালের - Indian museum

Governor orders to strengthen Security: উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে সাইবার হুমকি বাতিল ও প্রত্যাখ্যান করার পালটা ব্যবস্থাও করা হবে। রাজ্যপাল কলকাতা এবং বাংলার বাকি সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপত্তা প্রটোকল তৈরির জন্য অধিকারিকদের কমিটি গঠনের নির্দেশ জারি করেছেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 10:38 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: জাদুঘরে বোমাতঙ্কের জের ! সমস্ত সংস্কৃতি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা মজবুতের নির্দেশ দিলেন রাজ্যপাল আনন্দ বোস ৷ কলকাতায় ভারতীয় জাদুঘরে বোমাতঙ্কের কারণে বিশেষ পদক্ষেপ নিলেন রাজ্যপাল । ভিক্টোরিয়া মেমোরিয়াল, এশিয়াটিক সোসাইটি-সহ রাজ্যের সমস্ত কেন্দ্রীয় সরকারি সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

একই সঙ্গে, উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে সাইবার হুমকি বাতিল ও প্রত্যাখ্যান করার পালটা ব্যবস্থাও করা হবে। রাজ্যপাল কলকাতা এবং বাংলার বাকি সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপত্তা প্রটোকল তৈরির জন্য অধিকারিকদের কমিটি গঠনের নির্দেশ জারি করেছেন। শনিবার রাজভবন সূত্রের দাবি, "কলকাতার ভারতীয় জাদুঘরে বিস্ফোরক রাখার হুমকি ই-মেইল পরেই জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে রাজ্যপাল রিপোর্ট তলব করেন। ইতিমধ্যে সেই রিপোর্ট রাজভবনে এসে পৌঁছেছে। তাতে উল্লেখ করা হয়েছে যে, হুমকি মেলের পরই কলকাতা পুলিশের বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও সিআইএসএফ গোটা জাদুঘর তন্নতন্ন করে পরীক্ষা করে। বোমার চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। তারপরেই ধরে নেওয়া হয় ওই হুমকি মেলটি ভুয়ো ছিল।"

কিন্তু এই রিপোর্টে সন্তুষ্ট নন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রিপোর্ট পাওয়ার পরে ভারতীয় জাদুঘরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সূত্রের খবর, এই মিটিংয়ে তিনি উল্লেখ করেছেন যে, ই-মেইল থাকলে বিষয়টি গুরুতর। আত্মসন্তুষ্টির কোনও জায়গা নেই। এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে দেওয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে ৷ ইন্ডিয়ান মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এশিয়াটিক সোসাইটি এবং অন্যান্যগুলি প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করতে না পারে। তাই, রাজ্যপালের নেতৃত্বে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলির সুরক্ষা পুনর্গঠন করা হবে। প্রতিটি সংস্থা তার নিজস্ব নিরাপত্তা এবং সতর্কতা ব্যবস্থা স্থাপন করবে। নিরাপত্তা প্যাকেজ ক্ষেত্রের বিশেষজ্ঞদের দ্বারা নির্ধারিত হবে।

আরও পড়ুন:

  1. রামমন্দির উদ্বোধন নিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস
  2. বইমেলায় রামমন্দিরের স্ট্যাম্প না-পেয়ে চটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
  3. রামভক্তদের সম্মান করি, রাজনীতি করা ব্যক্তিদের নই; শুভেন্দুকে নিশানা ফিরহাদের

ABOUT THE AUTHOR

...view details