পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলে আপত্তি নেই স্বরাষ্ট্রমন্ত্রকের, হাইকোর্টে জানাল কেন্দ্র - Post Poll Violence - POST POLL VIOLENCE

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় কলকাতা হাইকোর্টে বিস্তারিত রিপোর্ট জমা দিল রাজ্য সরকার ৷ একইসঙ্গে কেন্দ্র আদালতে জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়ানো হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও আপত্তি নেই ৷

নিজস্ব চিত্র
কেন্দ্রীয় বাহিনী (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 4:12 PM IST

Updated : Jun 18, 2024, 6:15 PM IST

কলকাতা, 18 জুন: ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্য ৷ একইসঙ্গে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে আদালত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স রাখা দরকার মনে করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও আপত্তি নেই ।

আইনজীবীদের বক্তব্য (ইটিভি ভারত)

কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ (12 জুন) মতই 21 জুন পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী। ওইদিনই বেলা 2টোয় বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ফের এই মামলা শুনবে । আইনজীবীরা মনে করছেন, সম্ভবত ফের রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার সময়সীমা বাড়তে চলেছে ।

এদিন ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্যের দেওয়া রিপোর্টে 6 থেকে 12 জুন পর্যন্ত 560টি অভিযোগ জমা পড়ার উল্লেখ রয়েছে । রাজ্য জানিয়েছে, এর মধ্যে 107টি এফআইআর দায়ের হয়েছে ৷ ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, 138টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ৷ তদন্ত শেষ হলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

একইসঙ্গে জানানো হয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায় 92টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি । বাকি 114টি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি ৷ 18টি অভিযোগ ভোট-পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয় ৷

ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া মামলায় গত 6 জুন পুলিশি পদক্ষেপ নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি কৌশিক চন্দর অবকাশকালীন বেঞ্চ । পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, রাজ্য পুলিশের ডিজি’কে মেইল করে অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা। সেই নির্দেশের প্রেক্ষিতেই মঙ্গলবার হাইকোর্টে জমা পড়া অভিযোগ নিয়ে রিপোর্ট পেশ করে রাজ্য।

মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানিয়েছেন, 250 জন ঘরছাড়া ব্যক্তি ধর্মশালায় রয়েছেন ৷ তাঁদের কথা আদালতকে হলফনামা দিয়ে জানাতে চান তিনি । আদালত তাঁকে সেবিষয়ে অনুমতি দিয়েছে । পাশাপাশি কেন্দ্র ও রাজ্যকেও তাদের বক্তব্য বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।

Last Updated : Jun 18, 2024, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details