পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালত অবমাননার রুলকে চ্যালেঞ্জ ! দাড়িভিট কাণ্ডে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য - Daribhit Incident

Daribhit Incident: দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননা ৷ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারির নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রাজ্য ৷

দাড়িভিট কাণ্ডে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য
Daribhit Incident

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 5:48 PM IST

কলকাতা, 19 মার্চ:দাড়িভিটের ছাত্রমৃত্যুতে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার 10 মাস হয়ে যাওয়া সত্ত্বেও এনআইয়ের হাতে তদন্ত সংক্রান্ত নথি না-দেওয়ায় আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয় ।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্যের। মামলা দায়েরের আবেদন হয় । সেই আবেদন মঞ্জুর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের ।

উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ 10 মাস পরেও কার্যকর হয়নি। এতদিনেও সেই নথি সিআইডি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে না-দেওয়ায় হাইকোর্টের প্রবল ক্ষোভের মুখে স্বরাষ্ট্র দফতর। একইসঙ্গে ওই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের নির্দেশ পালন করেনি রাজ্য। তাই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিআইজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করে হাইকোর্ট।

গত 15 মার্চ বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, আগামী শুনানিতে ওই অফিসারদের হাজির হয়ে জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না। আগামী 5 এপ্রিল পরবর্তী শুনানি। গতবছর মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় এই আদালত। এই নির্দেশের বিরুদ্ধে আজ, মঙ্গলবার রাজ্যের তরফে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানানো হয়। প্রধান বিচারপতি মামলা দায়ের করার আবেদন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, 2018 সালের 20 সেপ্টেম্বর বাংলা বিষয়ের শিক্ষকের দাবিতে বিক্ষোভ হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে। উর্দু নয়, বাংলা বিষয়ক শিক্ষক চাই, এই দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলে। তারমাঝেই দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ হয়। দু'জনের গুলিতে প্রাণ যায়। সেই মামলায় 2023 সালের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:

  1. দাড়িভিটে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে পুলিশকে সতর্ক থাকার হুঁশিয়ারি দেবশ্রী চৌধুরীর
  2. 'এবার প্রকৃত দোষীরা শাস্তি পাবে', দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তে বললেন আন্দোলনকারী
  3. বিজেপি প্রার্থী নাপসন্দ দাড়িভিট কাণ্ডে নিহতদের পরিবারের

ABOUT THE AUTHOR

...view details